
হেটমায়ারকে চেনা কাজে লেগেছে মিরাজের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018 08:36 PM BdST Updated: 02 Dec 2018 08:36 PM BdST
২০১৩ সাল থেকে শিমরন হেটমায়ারকে চেনেন মেহেদী হাসান মিরাজ। জানেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যানের খেলার ধরন, শক্তি-দুর্বলতা। সেই জানাশোনাটা কাজে লেগেছে মিরাজের। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের সেরা ব্যাটসম্যানকে চার ইনিংসেই বিদায় করেন এই অফ স্পিনার।
অনূর্ধ্ব-১৯ দলে ১১বার হেটমায়ারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের। সেই
লড়াই এখন চলছে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে।
১৫ উইকেট নিয়ে সিরিজের সেরা উইকেট শিকারি মিরাজ। একমাত্র বোলার হিসেবে হিসেবে ম্যাচে
নেন ১০ উইকেট। দুইবার নেন পাঁচটি করে উইকেট।
অন্য দিকে বেশ সফল হেটমায়ারও। চার ইনিংসে ২২২ রান করে বাঁহাতি এই ব্যাটসম্যান সেরা
রান সংগ্রাহক। একমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেন দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি। হাঁকান সর্বোচ্চ
১৫টি ছক্কা, যেখানে তিনটার বেশি নেই আর কারও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, হেটমায়ারের বিপক্ষে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা
তার উইকেট নিতে সহায়তা করেছে।
“ওর বিপক্ষে আমি অনেক দিন খেলেছি। দুইটা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও
খেললাম। ওর সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই ওর সময় পরিকল্পনা করা সহজ হয়েছে। এজন্য
সাফল্যও এসেছে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- ‘বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে এগুলো করেছিলাম’
- জীবনে প্রথম সংসদে ঢুকে ‘অভিভূত’ সুবর্ণা মুস্তাফা
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় গেইল
- মনোনয়নের জন্য দুবাই প্রবাসীর ‘লন্ডনে টাকা ঢালার’ ঘটনা বললেন প্রধানমন্ত্রী