সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নেই সাদমানের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2018 07:14 PM BdST Updated: 30 Nov 2018 07:14 PM BdST
সাদমান ইসলাম যেভাবে খেলছিলেন তাতে আশা জেগেছিল সেঞ্চুরির। তবে বাঁহাতি এই ওপেনারকে এর আগেই থামান দেবেন্দ্র বিশু। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নেই সাদমানের, হতাশা আছে দলকে আরও বেশি দিতে না পারায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন ৭৬ রানে ফিরেন অভিষিক্ত সাদমান। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তরুণ এই ওপেনার জানান, দলকে আরেকটু বেশি দিতে না পারাটা পোড়াচ্ছে তাকে।
“সেঞ্চুরি না পাওয়ায় কোনো হতাশা নেই। অভিষেক ম্যাচে সেঞ্চুরির চাওয়া তো সবারই থাকে। এটা নিয়ে তেমন কোনো হতাশা নেই। দলকে যতটুকু দেওয়া সম্ভব ছিল ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। হয়তো পুরোটা দিতে পারিনি।”
“যেমন দরকার ছিল তেমন শেষ করতে পারিনি। আমার মনে হয়, আরেকটু দিতে পারতাম দলকে।”
লেগ স্পিনার বিশুর বলে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে শেষ হয় সাদমানের ২২০ মিনিট স্থায়ী ১৯৯ বলের ইনিংস। সেই আউটের ব্যাখ্যা দিলেন এই তরুণ।
“আমি একটু লাইন মিস করেছিলাম। যতটা টার্ন করার কথা ছিল ততটা টার্ন করেনি। হয়তো এ কারণে লাইন মিস করে ফেলি।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন ৫ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ। সৌম্য সরকারের সঙ্গে ৪২, মুমিনুল হকের সঙ্গে ৪৫ ও মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৬৪ রানের তিনটি জুটি গড়েন সাদমান।
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
-
দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
-
সঙ্কটময় শ্রীলঙ্কায় সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন