‘চাপে নেই’ ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই। সম্ভাব্য টার্নিং উইকেটে বাংলাদেশের চার স্পিনারের সামনে জয়ের চ্যালেঞ্জও কঠিন। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দাবি, চাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ঘুরে দাঁড়াতে তারা আত্মবিশ্বাসী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 01:49 PM
Updated : 29 Nov 2018, 01:50 PM

চট্টগ্রামে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট শুরুর আগের দিন ব্র্যাথওয়েট বললেন, জেতার জন্য করণীয়টুকু তারা জানেন।

“আমরা চাপে নেই। জানি, আমাদের কী করতে হবে। পিছিয়ে আছি যেহেতু, ড্র করতে অবশ্যই জয়ের বিকল্প নেই। শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে তাই জুটি গড়ে তুলতে হবে। আমরা আত্মবিশ্বাসী। মাঠে নেমে আমাদের পরিকল্পনায় অটুট থাকতে হবে এবং লড়াই করতে হবে।”

চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেটই স্পিনারদের কাছে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে স্পিন সামলাতে দলীয় পরিকল্পনা যেমন আছে, তেমনি ব্যাটসম্যানদের নিজস্ব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।

“প্রতি ব্যাটসম্যানকেই তার নিজস্ব পরিকল্পনা নিয়ে আসতে হবে। গত টেস্টে আমরা ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে খেলেছি। আমরা যদি পরিকল্পনা নিয়ে ইতিবাচক থাকি ও বিশ্বাস রাখি, তাহলে সম্ভব। গত টেস্টে বাউন্স অসমান ছিল, তবে আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। এমনকি আমার নিজেরও উচিত ছিল ফরোয়ার্ড খেলা।”

“নিজেদের ডিফেন্সে ভরসা করতে হবে আমাদের। মাথা পরিষ্কার রাখতে হবে, কিভাবে আমরা খেলতে চাই। যদিও কাজটা সহজ হবে না, তবু এই উইকেটে ইতিবাচক থাকতে হবে। পায়ের ব্যবহার আরও ভালো করে হোক বা ক্রিজের গভীরতা কাজে লাগিয়ে, আমাদের ভরসা রাখতে হবে নিজেদের সামর্থ্যে।”