ইবাদতের ৬ উইকেট, ব্যর্থ লিটন-মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2018 05:57 PM BdST Updated: 28 Nov 2018 06:07 PM BdST
আবার প্রথম ইনিংসে ব্যর্থ হলেন লিটন দাস। নিজেকে খুঁজে ফেরা মোসাদ্দেক হোসেনের বাজে সময় লম্বা হলো আরেকটু। তাদের হতাশার দিনে দারুণ বোলিংয়ে মধ্যাঞ্চলকে ২২০ রানে গুটিয়ে দিয়েছেন ইবাদত হোসেন।
বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে জুনায়েদ সিদ্দিকের উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে উত্তরাঞ্চল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। তিন পেসারের ছোবলে ২৪ রানের মধ্যে ফিরে যান চার ব্যাটসম্যান।
মোহর শেখের বলে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন ৩ রান করা লিটন দাস। নাজমুল হোসেন শান্ত ও মার্শাল আইয়ুবকে বিদায় করেন ইবাদত। মোসাদ্দেককে ফিরিয়ে দেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান।
শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল মজিদ। ৮ চারে ৪৮ রান করা শুভাগতকে বিদায় করে জুটি ভাঙেন ইবাদত। এক প্রান্ত আগলে রাখা মজিদকে ফেরান জিয়া। ১৪৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় মজিদ করেন ৭৬ রান।
মধ্যাঞ্চলের ইনিংসের লেজ দ্রুত ছেটে দেন ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া ইবাদত। তার ছোবলের মধ্যে ৩৪ রানের ইনিংসে দলকে ২২০ পর্যন্ত নিয়ে যান মোশাররফ হোসেন।
৫১ রানে ৬ উইকেট নেন ইবাদত। তার আগের সেরা ছিল ৪/৩২।
শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে দ্রুত জুনায়েদকে হারায় উত্তরাঞ্চল। মিজানুর রহমান ও ফরহাদ হোসেনের ব্যাটে প্রতিরোধ গড়া দলটি বাকি সময় কাটিয়ে দেয় নিরাপদে। মিজানুর ৩৪ ও ফরহাদ ৩১ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২২০ (লিটন ৩, শান্ত ১০, মজিদ ৭৬, মোসাদ্দেক ২, শুভাগত ৪৮, জাকের ১৩, মোশাররফ ৩৪, শহিদুল ১৬, রবিউল ৫*, আবু হায়দার ০; ইবাদত ৬/৫১, মোহর ১/৫৪, জিয়া ২/৩৫, সানজামুল ১/৬৮)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৫.১ ওভারে ৭২/১ (মিজানুর ৩৪*, জুনায়েদ ২, ফরহাদ ৩১*; আবু হায়দার ০/২০, শহিদুল ১/২৪, রবিউল ০/১৫, মোশাররফ ০/৮)
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান