নিজ দেশে হোয়াইটওয়াশড হওয়ার দুয়ারে শ্রীলঙ্কা

দুই দলের পারফরম্যান্স জাগাচ্ছে বিভ্রান্তি, খেলা কোন দেশে হচ্ছে! স্পিনে ব্যাটসম্যানদের খাবি খাওয়া দেখে বোঝা কঠিন, কোনটি কোন দল। শ্রীলঙ্কায় এবার পারফরম্যান্সে দোর্দণ্ড প্রতাপ সিরিজের শেষ প্রান্তেও ধরে রেখেছে ইংল্যান্ড। দেশের মাটিতেই তাই হোয়াইটওয়াশড হওয়ার অপেক্ষায় এখন লঙ্কানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 03:49 PM
Updated : 25 Nov 2018, 03:49 PM

আগের দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও হারের মুখে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৩০ রানে। শেষ ইনিংসে ৩২৭ রানের চ্যালেঞ্জে আবারও মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং। দিন শেষে তাদের রান ৪ উইকেটে ৫৩।

অথচ দিনের শুরুতে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। ৩৯ রানেই হারিয়েছিল তারা প্রথম ৪ ব্যাটসম্যানকে। কিন্তু মিডল ও লোয়ার মিডল অর্ডার আবারও দারুণ ব্যাট করে এগিয়ে দেয় ইংল্যান্ডকে।

পঞ্চম উইকেটে বেন স্টোকস ও জস বাটলার গড়েন ৮৯ রানের জুটি। ২২ ও ৩২ রানে দুইবার ক্যাচের শিকার হয়েছিলেন স্টোকস। দুইবারই নো বল করেন বোলার লাকশান সান্দাক্যান। শেষ পর্যন্ত স্টোকস ফেরেন ৪২ রানে।

বাটলার দারুণ খেলেছেন স্পিনে। এক-দুই রান করে নিয়ে নাকাল করেছেন স্পিনারদের। ৭৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন, কিন্তু চার কেবল তিনটি।

নিচের দিকে মইন আলি করেছেন ২২, আদিল রশিদ ২৪। আর কিপার ব্যাটসম্যান বেন ফোকস অপরাজিত থাকেন ৩৬ রানে। তাদের সৌজন্যেই ইংল্যান্ডের লিড তিনশ ছাড়িয়ে যায়।

কঠিন লক্ষ্যে নেমে শুরু থেকেই লঙ্কানরা ছিল পথহারা। দুই ওপেনার ফেরেন মইন আলির স্পিনে। প্রথম ইনিংসে ফিফটি করা ধনাঞ্জয়া ডি সিলভাকে রানের মুখ দেখতে দেননি জ্যাক লিচ।

দিনের শেষ ওভারে বেন স্টোকসের বাউন্সারে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কানরা আরেকটু এগিয়ে যায় পতনের দিকে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩৬

শ্রীলঙ্কা: ২৪০

ইংল্যান্ড ২য় ইনিংস: ৬৯.৫ ওভারে ২৩০ (আগের দিন ৩/০) (বার্নস ৭, জেনিংস ১, বেয়ারস্টো ১৫, রুট ৭, স্টোকস ৪২, বাটলার ৬৪, মইন ২২, ফোকস ৩৬*, রশিদ ২৪, ব্রড ১, লিচ ০; দিলরুয়ান ৫/৮৮, পুস্পকুমারা ৩/২৮, ধনাঞ্জয়া ০/২৪, লাকমল ০/৭, সান্দাক্যান ২/৭৬)।

শ্রীলঙ্কা: (লক্ষ্য ৩২৭) ১৭ ওভারে ৫৩/৪ (গুনাথিলাকা ৬, করুনারত্নে ২৩, ধনাঞ্জয়া ০, কুসল মেন্ডিস ১৫*, ম্যাথিউস ৫, সান্দাক্যান ১*; ব্রড ০/১১, মইন ২/১৬, লিচ ১/১২, স্টোকস ১/১৪)।