হারিস, বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

হারিস সোহেল পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা, বাবর আজম প্রথম। মন্থর ব্যাটিংয়ে তাদের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট হারায়নি নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 03:00 PM
Updated : 25 Nov 2018, 03:00 PM


প্রথম দিন ৯০ ওভার খেলে ৪ উইকেটে ২০৭ রান করা পাকিস্তান দ্বিতীয় দিনও শুরু করে একই তালে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম সেশনে হারিস ও বাবর যোগ করেন মাত্র ৬৭ রান।  
 
৩০৯ বলে তিন অঙ্ক ছোঁয়ার পরও রানের গতি বাড়াননি হারিস। রানের গতিতে দম দিতে পারেননি বাবরও। পঞ্চম উইকেটে দুই জনে ১৮৬ রানের জুটি গড়েন ৭০.১ ওভারে!    
 
হারিসের ৪২১ বলের ম্যারাথন ইনিংস থামান ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসারের লেংথ বলে কিপার বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়েন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ১৪৭ রানের ইনিংস গড়া ১৩টি চারে। 
 
গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৯ রানে আউট হওয়া বাবর ৯৯ রান নিয়ে যান চা-বিরতিতে। ফিরে তৃতীয় সেশনের শুরুতে পৌঁছান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে। 
 
তৃতীয় সেশনে রানের গতি কিছুটা বাড়ায় পাকিস্তান। তবে বাবর-সরফরাজ আহমেদ জুটির রানও ছিল ওভার প্রতি চারের নিচে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা ১৫.৫ ওভারে গড়েন ৫৮ রানের জুটি। 

১৬৭ ওভারে ৫ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাবর ২৬৩ বলে ১২ চার ও দুই ছক্কায় অপরাজিত থাকেন ১২৭ রানে। সরফরাজ তিন চারে করেন ৩০ রান। 
 
শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে নিরাপদে সময়টুকু কাটিয়ে দেন জিত রাভাল ও টম ল্যাথাম। শুরুর জুটি ভাঙতে ৯ ওভারে পাঁচ বোলার ব্যবহার করেন সরফরাজ। সাফল্য এনে দিতে পারেননি কেউই।        
 
সংক্ষিপ্ত স্কোর:
 
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন শেষে ২০৭/৪) ১৬৭ ওভারে ৪১৮/৫ ইনিংস ঘোষণা (হারিস ১৪৭, বাবর ১২৭, সরফরাজ ৩০*; বোল্ট ১/১০৬, ডি গ্র্যান্ডহোম ২/৪৪, ওয়েগনার ০/৬৩, প্যাটেল ১/১২০, সোধি ০/৬৩, উইলিয়ামসন ০/২০)
 
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯ ওভারে ২৪/০ (রাভাল ১৭*, ল্যাথাম ৫*; আব্বাস ০/৮, হাসান ০/৪, হাফিজ ০/১, ইয়াসির ০/৯, বিলাল ০/০)