ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, মেয়েদের বিশ্ব আসরে কখনই ফাইনালে ইংল্যান্ডের কাছে হারেনি অস্ট্রেলিয়া। সেরার মঞ্চে সেই অপরাজেয় যাত্রা অস্ট্রেলিয়ান মেয়েরা ধরে রাখল এবারও। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তারা জিতে নিয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 06:18 AM
Updated : 25 Nov 2018, 06:18 AM

বাংলাদেশ সময় রোববার সকালে অ্যান্টিগায় ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় আসরে এ নিয়ে চারবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।

দুই সংস্করণ মিলিয়ে আইসিসি টুর্নামেন্টে এ নিয়ে পাঁচটি ফাইনালে ইংলিশদের হারাল অস্ট্রেলিয়ান মেয়েরা।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা গুটিয়ে গিয়েছিল ১০৫ রানেই। অস্ট্রেলিয়া জিতেছে ১৫.১ ওভারে।

বিস্ময়করভাবে, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ঢাকায় ইংল্যান্ডকে ঠিক ১০৫ রানে আটকে এবারের মতোই ১৫.১ ওভারে জিতেছিল অস্ট্রেলিয়া।

ফাইনালের ভাগ্য এবার অনেকটা নির্ধারিত হয়ে যায় প্রথম ইনিংসের পরই। ইংলিশদের হয়ে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুই জন। ওপেনার ড্যানিয়েল ওয়াট করেছেন ৩৭ বলে ৪৩। পাঁচে নেমে অধিনায়ক হিদার নাইট ২৮ বলে ২৫। বাকি ৯ ব্যাটসম্যানের কেউ করতে পারেননি ৬ রানের বেশি।

অস্ট্রেলিয়ার অফ স্পিনার অ্যাশলি গার্ডনার ২২ রানে নেন ৩ উইকেট। দুটি করে নেন লেগ স্পিনার মেগান শুট ও পেসার জর্জিয়া ওয়ারহ্যাম।

উইকেট মন্থর হলেও রান তাড়ায় খুব বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ানদের। দুর্দান্ত টুর্নামেন্ট কাটানো অ্যালিসা হিলি ২০ বলে করেন ২২, আরেক ওপেনার বেথ মুনি ১৫ বলে ১৪। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে দলকে জেতান গার্ডনার ও মেগ ল্যানিং।

৩ উইকেটের পর ৩ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩৩ রান করে ফাইনালের সেরা গার্ডনার। আর ৫ ইনিংসে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করে টুর্নামেন্ট সেরা অ্যালিসা হিলি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৯.৪ ওভারে ১০৫ (ওয়াট ৪৩, নাইট ২৫; গার্ডনার ৩/২২, শুট ২/১৩, ওয়ারহ্যাম ২/১১, পেরি ১/২৩)।

অস্ট্রেলিয়া: ১৫.১ ওভারে ১০৬/২ (গার্ডনার ৩৩*, ল্যানিং ২৮*, হিলি ২২, মুনি ১৪; এক্লেস্টোন ১/১২, হেইজেল ১/১৯)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: অ্যাশলি গার্ডনার

প্লেয়ার অব দা সিরিজ: অ্যালিসা হিলি