‘পার্থক্য গড়েছে নাঈম-তাইজুল জুটির রান’

প্রথম দিনের খেলা শেষে মুমিনুল হক বলেছিলেন, নাঈম হাসান-তাইজুল ইসলামের নবম উইকেট জুটির রান দলকে এনে দিতে পারে জয়। তৃতীয় দিন ম্যাচ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট জানালেন, লোয়ার অর্ডারের সেই রানই ম্যাচে গড়ে দিয়েছে পার্থক্য।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 01:29 PM
Updated : 24 Nov 2018, 07:10 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ৬৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসে নবম উইকেটে নাঈম-তাইজুল গড়েছিলেন ৬৫ রানের অসাধারণ এক জুটি।  

এক সময়ে বাংলাদেশের স্কোর ছিল ২৩৫/৭। সেখান থেকে তাইজুল, নাঈমের দৃঢ়তায় ৩২৪ রান করে স্বাগতিকরা। ব্র্যাথওয়েট মনে করেন, ২৮০ রানের মধ্যে থামাতে পারলে চিত্রটা ভিন্ন হতো।

“আমার মনে হয়, ওরা প্রথম ইনিংসে ৪০ রানের মতো বেশি করেছে। যদি ওদের আরও কম রানে থামাতে পারতাম তাহলে আরও ভালো জায়গায় থাকতাম আমরা।”  

“গুরুত্বপূর্ণ ছিল জুটি গড়া। ওরা জুটি গড়তে পেরেছিল, আমরা পারিনি। টপ অর্ডারে জুটি গড়তে না পারাটা আমাদের ভুগিয়েছে। ব্যাটিংয়ে আমাদের আরও বেশি ধৈর্য দরকার ছিল।”

২০৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাওয়া ওয়েস্ট ইন্ডিজ টিকে মাত্র ৩৫.২ ওভার। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৯ রানে। ব্র্যাথওযেট হারের জন্য দায় দিলেন ব্যাটসম্যানদের। জানালেন, ঢাকা টেস্টে জিততে ব্যাটিংয়ে অনেক উন্নতি দেখতে চান।

“আমরা যেমন খেলতে পারতাম তেমনটা পারিনি। আমরা ভালো কোনো জুটি গড়তে পারিনি। আমরা খুব দ্রুত উইকেট হারিয়েছি।...ঢাকায় ব্যাটসম্যানদের আরও ভালো শুরু করতে হবে। আমাদের আরও বড় স্কোর গড়তে হবে।”