২য় ইনিংসের ব্যাটিং নিয়ে দুর্ভাবনা নেই অধিনায়কের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2018 06:07 PM BdST Updated: 25 Nov 2018 01:10 AM BdST
দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে বিদায় নিয়েছিল বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান। তবে সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসের শুরুর ওই ব্যাটিং নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না।
Related Stories
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার শেষ পর্যন্ত ১২৫ রানে থামে বাংলাদেশ। ২০৪ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানে গুটিয়ে দিয়ে জেতে ৬৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, টার্নিং উইকেটে দ্বিতীয় ইনিংসে কম রান হতে পারে আগেই ভেবে রেখেছিলেন তারা।
“ঢাকা টেস্টের আগে ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই। এর একটা কারণ, প্রথম ইনিংসের রানটা আমাদের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিল। আর এই ধরনের উইকেটে একটা দল যে একটা ইনিংসে ব্যর্থ হতে পারে সেটা আমরা ধরেই নিয়েছি। আমরা জানি যে, এমন হওয়া সম্ভব।”
স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
“গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যেন প্রথম ইনিংসে কখনও ব্যর্থ না হই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে যেটা হয়েছে, প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর আর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে যখন আমরা বড় স্কোর করতে পেরেছিলাম তখন আর দ্বিতীয় ইনিংসে সমস্যার মুখে পড়তে হয়নি।”
“দ্বিতীয় ইনিংসে আমরা চাপে ছিলাম তবে প্রথম ইনিংসের লিডটা কিন্তু দ্বিতীয় ইনিংসের জন্য অনেক বড় ভিত তৈরি করে দেয়। আমরা জানি যে, একটা ইনিংস যে কোনো সময়ে খারাপ হয়ে যেতে পারে। তার জন্য প্রথম ইনিংসে লিডটা সব সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
ঢাকা টেস্টের আগে ফিল্ডিংসহ কয়েক ব্যাপারে অনেক উন্নতির জায়গা দেখেন সাকিব।
“আমি মনে করি, দ্বিতীয় দিন আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা দরকার ছিল। কাল যদি ৫ উইকেটের জায়গা ৩ উইকেট থাকত, আজকে হয়তো আমরা ৩০/৪০ রান বেশি করতে পারতাম। আমরা যদি ওদের ক্যাচগুলো ধরতে পারতাম, ওরা হয়তো ১২০/১৫০ রানে অলআউট হয়ে যেতে পারত।”
স্পিন সহায়ক উইকেটে ব্যাটিংয়ের ধরন কেমন হওয়া উচিত এখনও তার জবাব খুঁজে পায়নি বাংলাদেশ। সাকিব মনে করেন, উইকেটের কারণে খেলার ধরন না পাল্টে সহজাত ব্যাটিংয়ের ওপরই আস্থা রাখা উচিত।
“যে মারতে পারে না সে যদি মেরে খেলে, তার জন্য তো হিতে বিপরীত হবে। আর যে মেরে খেলে সে যদি ঠেকাতে চায় তাহলেও একই ব্যাপার হবে। যার যে গেম প্ল্যান সেটাতেই অটল থাকা উচিত। নিজের খেলার ওপর বিশ্বাস রাখা উচিত।”
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’