বোথাম-সোবার্সদের ছাড়ানোর অনুভূতি ‘বোঝেন না’ সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2018 05:45 PM BdST Updated: 25 Nov 2018 01:13 AM BdST
‘নাহ, আসলে...’, এটুকু বলে একটু ভাবলেন সাকিব আল হাসান। ইতিহাসে নাম লিখিয়েছেন, একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি সব অলরাউন্ডারকে। কিন্তু অর্জনের অনুভূতির প্রশ্নে ভেবেও জুতসই কিছু পেলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক, “...আমি আসলে জানি না।”
Related Stories
বাংলাদেশের অনেক প্রথমের জন্ম তার হাত ধরে। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দিনেও উঠলেন দেশের ক্রিকেটে অনন্য উচ্চতায়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পেয়েছেন ২০০ টেস্ট উইকেটের স্বাদ। একই সঙ্গে তার নাম লেখা হয়ে গেছে একটি বিশ্বরেকর্ডেও।
৩ হাজার রান তার নামের পাশে ছিল আগেই। ২০০ উইকেট ও ৩ হাজার রানের ডাবলে সাকিব পৌঁছলেন ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে কম টেস্ট খেলে। ৫৪ টেস্টে এই মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেছেন ইয়ান বোথামের রেকর্ড। সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত গ্যারি সোবার্স, আধুনিক যুগের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, আশির দশকের বিখ্যাত অলরাউন্ডার ইমরান খান, কপিল দেব, রিচার্ড হ্যাডলিরা এখানে অনেক পেছনে সাকিবের।
এমনিতে ব্যক্তিগত অর্জনের প্রতিক্রিয়ায় সাকিব বরাবরই নির্লিপ্ত। এসব তার মনে খুব বেশি দোলা দেয় বা আলোড়িত করে বলে প্রমাণ মেলেনি কখনোই। তবে এমন একটি অর্জনে বোথাম-সোবার্সদের ছাড়িয়ে যাওয়াও কি বাড়তি অনুরণন তোলে না মনে?
অর্জনটা বিশেষ বলেই হয়তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নে একটু ভাবলেন সাকিব। তবে উত্তর বদলাল না অন্য দিনগুলোর চেয়ে। নিজের যে কোনো সাফল্যেই তিনি সবসময় বলেন দলে অবদান রাখার তৃপ্তির কথা। এ দিনও ব্যতিক্রম নয়। নিজের কীর্তি তার কাছে বিশেষ হয়ে উঠেছে কেবল দল জিতেছে বলেই।
“নাহ, আসলে… আমি জানি না (অনুভূতি)! হয়তো লাগে (ভালো), কিন্তু আমি বুঝতে পারি না আসলে। মূল ব্যাপার হচ্ছে যে, যখন ম্যাচ জিতে যাই, তখন খুশি একটু বেশি লাগে। কিন্তু ম্যাচ না জিতলে, দল যদি ভালো ফল না করে, তখন এই অর্জনগুলো আসলে ওইভাবে প্রকাশ করা যায় না।”
“অনভূতিগুলো তাই আসলে একটার সাথে আরেকটা যুক্ত। যখন দল ভালো করার সাথে ব্যক্তিগত অর্জন আসে, তখন ভালো লাগে। কিন্তু উল্টোটা হলে খুব একটা অর্থ থাকে না। এই কারণেই আমি বলি, দল যত বেশি জিততে থাকবে, আমি যদি অবদান রাখতে পারি, তাহলে আসলে এই অর্জনগুলো আপনাআপনিই চলে আসবে।”
দেশের প্রথম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের অর্জনেও মিশে থাকল দলের জয়ের রেশ।
“২০০ উইকেট পাওয়ার পরও অনুভূতিটা ভালো হতো না, যদি জিততে না পারতাম। যেহেতু জিতেছি, এখন অনুভূতি অনেক ভালো।”
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’