বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারতের টি-টোয়েন্টি

ভারতের বোলারদের দারুণ লড়াইয়ে জল ঢেলে দিল বৃষ্টি। লম্বা সময় অপেক্ষার পর পরিত্যক্ত হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্য দ্বিতীয় টি-টোয়েন্টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 01:06 PM
Updated : 23 Nov 2018, 01:06 PM

মেলবোর্নে অস্ট্রেলিয়া ইনিংসের ১৯ ওভার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় স্বাগতিকদের স্কোর ছিল ১৩২/৭।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডার্সি শর্ট, ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল পারেননি বেশি দূর যেতে।

মিডল অর্ডার ব্যাটসম্যান বেন ম্যাকডারমটের ব্যাটে লড়াইয়ের পুঁজির জন্য লড়ছিল অস্ট্রেলিয়া। ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন এই তরুণ।  

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১৩২/৭ (শর্ট ১৪, ফিঞ্চ ০, লিন ১৩, ম্যাক্সওয়েল ১৯, স্টয়নিস ৪, ম্যাকডারমট ৩২*, কেয়ারি ১৮, টাই ১২*; ভুবনেশ্বর ২/২০, খলিল ২/৩৯, বুমরাহ ১/২০, কুলদীপ ১/২৩, পান্ডিয়া ১/২৬)

ফল: পরিত্যক্ত