লিটনের ব্যাটে রান, মেহেদির প্রথম পাঁচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2018 07:00 PM BdST Updated: 23 Nov 2018 08:19 PM BdST
প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে দারুণ ইনিংস খেলেছেন লিটন দাস। সম্ভাবনা জাগিয়েও অবশ্য পাননি সেঞ্চুরি। তবে শেষ জুটিতে আবারও তাক লাগিয়ে দিয়েছে তার দল মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেটের স্বাদ।
বিসিএলের প্রথম রাউন্ডে সিলেটে দারুণ জমে উঠেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াই। প্রথম ইনিংসে দুই দলের ব্যবধান ছিল ১ রান। দ্বিতীয় ইনিংসে শুক্রবার মধ্যাঞ্চল তুলেছে ২৬৪ রান। শেষ ইনিংসে ২৬৬ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ২ উইকেটে ৩৮।
শেষ দিনে জয়ের জন্য মধ্যাঞ্চলের প্রয়োজন ৮ উইকেট, দক্ষিণাঞ্চলের ২২৮ রান।
ম্যাচের প্রথম দিন প্রথম ওভারেই শূন্য রানে ফিরেছিলেন লিটন। তৃতীয় দিন সকালে সেই লিটনের ব্যাটেই ছুটল স্ট্রোকের ফোয়ারা। ইনিংসের প্রথম ভাগে দলকে বলতে গেলে টেনেছেন একাই।
উদ্বোধনী জুটিতে এসেছে ৫৫ রান, যাতে লিটনের সঙ্গী সাইফ হাসানের অবদান কেবল ৮। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটিতে নাজমুল হাসান শান্তর রান ২৪।

মিডল অর্ডারে কেবল শুভাগত ছাড়া রান পাননি দলের অন্যরা। শুভাগত করেন ৩৫ বলে ৩৬। নবম উইকেট পতনের সময় মধ্যাঞ্চলের রান ৯ উইকেটে ১৮৫। শেষের অপেক্ষায় থাকা ইনিংসে আবারও শেষ উইকেটে উপহার দেয় বিস্ময়।
প্রথম ইনিংসে শেষ জুটিতে আব্দুল মজিদ ও শহিদুল ইসলামের রান ছিল ১২৪। এবারের জুটিতেও ছিলেন শহিদুল, তবে সঙ্গী ছিল না কোনো স্বীকৃত ব্যাটসম্যান। রবিউল ইসলামকে নিয়ে শহিদুল করেন ৭৯ রানের জুটি। ৪১ রানে অপরাজিত থেকে যান শহিদুল, রবিউল করেছেন ৩৭।
শেষ জুটিকে থামিয়েই মেহেদি ধরেছেন পঞ্চম শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ৫ উইকেট পেলেন ৩১তম ম্যাচে। স্বীকৃত ক্রিকেটেই এটি তার প্রথম ৫ উইকেট।
রান তাড়ায় দক্ষিণাঞ্চল শেষ বিকেলে হজম করে দুটি বড় ধাক্কা। এনামুল হক ও ফজলে মাহমুদ রাব্বিকে দ্রুত ফেরান বাঁহাতি পেসার আবু হায়দার। আপাতত দল তাকিয়ে শাহরিয়ার নাফিস ও তুষার ইমরানের অভিজ্ঞ ব্যাটে।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৮২
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮৭.১ ওভারে ২৮১ (শাহরিয়ার ৭১, এনামুল ৩১, ফজলে রাব্বি ৯৪, তুষার ২, রকিবুল ৭, সোহান ১৭, মেহেদি ২, রাজ্জাক ০, শফিউল ৪, রুবেল ৩০, আল আমিন ৬*, আবু হায়দার ১/৬৬, রবিউল ২/৭২, শুভাগত ১/৪৫, শহিদুল ২/২৮, মোশাররফ ৪/৫৩)।
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৭৬.৪ ওভারে ২৬৪ (আগের দিন ২/০) (লিটন ৮৪, সাইফ ৮, শান্ত ২৪, মজিদ ৪, মার্শাল ৪, শুভাগত ৩৬, তাইবুর ০, মোশাররফ ১১, শহিদুল ৪১*, আবু হায়দার ০, রবিউল ৩৭; শফিউল ২/৬১, আল আমিন ০/২১, রুবেল ১/৩৫, রাজ্জাক ২/৬৩, মেহেদি ৫/৭২)।
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (লক্ষ্য ২৬৬) ৯ ওভারে ৩৮/২ (শাহরিয়ার ১১*, এনামুল ৫, ফজলে রাব্বি ১১, তুষার ১০; আবু হায়দার ২/১৭, শহিদুল ০/৬, রবিউল ০/৪, মোশাররফ ০/৫, তাইবুর ০/৫)।
-
চার দিনেই হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ
-
বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
-
হেডিংলিতে কিপিং করে ভারত টেস্টের দলে বিলিংস
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
‘সিক্সটি’-তে মনোযোগ দিতে সিপিএলে খেলবেন না গেইল
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি