নাঈমের কীর্তির পর বাংলাদেশের তালগোল পাকানো ব্যাটিং
অনীক মিশকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2018 09:35 AM BdST Updated: 23 Nov 2018 05:06 PM BdST
অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন নাঈম হাসান। তরুণ অফ স্পিনারকে দারুণ সঙ্গ দিলেন সাকিব আল হাসান। তাদের নৈপুণ্যে প্রথম ইনিংসে বাংলাদেশ পেল ৭৮ রানের লিড। সেই খুশি মিলিয়ে যেতে বসেছে দ্বিতীয় ইনিংসের তালগোল পাকানো ব্যাটিংয়ে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৫৫/৫
১৭ উইকেট পতনের দিনে দ্বিতীয় ইনিংসে স্বস্তিতে নেই বাংলাদেশ। তালগোল পাকানো ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শেষ বেলায় ভুগেছে স্বাগতিকরা।
৫ উইকেটে ৫৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১১ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নেওয়া সাকিব আল হাসানের দল এগিয়ে আছে ১৩৩ রানে।
দুই অঙ্কে যেতে পারেননি ইমরুল কায়েস। চড়াও হতে গিয়ে দ্রুত ফিরেন সাকিব ও সৌম্য সরকার। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।
লড়াইয়ের পুঁজি পেতে তৃতীয় দিন মুশফিক-মিরাজ-মাহমুদউল্লাহর সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ৫৫/৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ০*; রোচ ১-০-১১-০, ওয়ারিক্যান ৮-০-২২-২, চেইস ৫-১-১৬-২, বিশু ৩-০-৫-১)
মিঠুনকে ফেরালেন বিশু
আবার বাজে শটে ফিরলেন মোহাম্মদ মিঠুন। দেবেন্দ্র বিশুর লেগ স্পিনে হলেন বোল্ড।
গুগলি বুঝতেই পারেননি মিঠুন। সামনের পায়ে খেলার বদলে জায়গায় দাঁড়িয়ে বল থামাতে চাইলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেতে পারেননি বলের লাইনে, প্যাড ছুঁয়ে বল আঘাত হানে প্যাডে।
৩৫ বলে ১ চারে ১৭ রান করেন মিঠুন। ৫৩ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে ১৩১ রানে। মাহমুদউল্লাহর আগে ব্যাটিংয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
আত্মঘাতী সাকিব
মাত্র দুই বল টিকলেন সাকিব আল হাসান। দলকে বিপদে রেখে বাজে শটে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
দ্রুত টপ অর্ডারকে হারানো স্বাগতিকদের দরকার ছিল ঠাণ্ডা মাথার ব্যাটিং। পরিস্থিতির দাবি না মিটিয়ে জোমেল ওয়ারিক্যানকে স্লগ সুইপে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন সাকিব। টাইমিং করতে পারেননি, ডিপ মিডউইকেটে ক্যাচ মুঠোয় জমান শ্যানন গ্যাব্রিয়েল।
২ বলে ১ রান করেন সাকিব। ৩৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে ১১৩ রানে। ক্রিজে মোহাম্মদ মিঠুনের সঙ্গী মুশফিকুর রহিম।
মুমিনুলকে ফেরালেন চেইস
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের তিন ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল এবার বেশিক্ষণ টিকলেন না। বাঁহাতি ব্যাটসম্যানকে এলবিডব্লিউ ফাঁদে ফেললেন রোস্টন চেইস।
অফ স্পিনারকে পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল। স্পিন করে ভেতরে ঢোকা বল ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়ে ফিরে যান মুমিনুল।
১১ বলে ১২ রান করেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৩২ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে ১১০ রানে। ক্রিজে মোহাম্মদ মিঠুনের সঙ্গী সাকিব আল হাসান।
রিভিউ নিয়ে বাঁচলেন মিঠুন
গোল্ডেন ডাকের স্বাদ পেতে যাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর বেঁচে গেলেন রিভিউ নিয়ে।
মুখোমুখি হওয়া প্রথম বল ব্যাটে খেলেননি মিঠুন। ছেড়ে দেওয়ার পর প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন মিঠুন। বল ট্র্যাকিংয়ে দেখা যায় অফ স্পিনার রোস্টন চেইসের বল লেগ স্টাম্পের বাইরের দিয়ে যেত। বেঁচে যান মিঠুন।
৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৪/২। বাংলাদেশ এগিয়ে ৯২ রানে।
টিকলেন না সৌম্যও
পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। ১৩ রানের ভেতর ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে হারিয়ে চাপে স্বাগতিকরা।
অফ স্পিনার রোস্টন চেইসের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলে চড়াও হতে চেয়েছিলেন সৌম্য। ঠিক মতো ব্যাটে-বলে করতে পারেননি। ক্যাচ যায় স্লিপে ক্রেইগ ব্র্যাথওয়েটের কাছে। দ্বিতীয় প্রচেষ্টায় বল মুঠোয় জমান অধিনায়ক।
ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মোহাম্মদ মিঠুন। সৌম্যর বিদায়ের সময় বাংলাদেশ এগিয়ে ৯১ রানে।
ইমরুলকে আবার ফেরালেন ওয়ারিক্যান
৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু বাংলাদেশ শুরুতেই হারাল ইমরুল কায়েসকে। বাঁহাতি ওপেনারকে ম্যাচে দ্বিতীয়বারের মতো আউট করলেন জোমেল ওয়ারিক্যান।
বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন টেস্টে বাজে সময় কাটানো ইমরুল। স্পিন করে ভেতরে ঢোকা বলে ছোঁয়াতে পারেননি ব্যাট, আঘাত হানে স্টাম্পে।
৫ বলে ২ রান করে ফিরেন ইমরুল। ১৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। টেস্টে এনিয়ে তৃতীয়বার ১৩ রানে ভাঙল ইমরুল-সৌম্য সরকারের উদ্বোধনী জুটি। ক্রিজে সৌম্যর সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৪ ওভারে ২৪৬ (ব্র্যাথওয়েট ১৩, পাওয়েল ১৪, হোপ ১, আমব্রিস ১৯, চেইস ৩১, হেটমায়ার ৬৩, ডাওরিচ ৬৩*, বিশু ৭, রোচ ২, ওয়ারিক্যান ১২, গ্যাব্রিয়েল ৬; মুস্তাফিজ ২-১-৪-০, মিরাজ ১৫-০-৬৭-১, তাইজুল ২০-৩-৫১-১, সাকিব ১১-১-৪৩-৩, নাঈম ১৪-২-৬১-৫, মাহমুদউল্লাহ ২-০৭-০)
২৪৬ রানে উইন্ডিজকে থামাল বাংলাদেশ
শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দুইশ উইকেটের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন অধিনায়ক। দলকে এনে দিলেন ৭৮ রানের লিড।
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৬ রানে থামিয়েছে বাংলাদেশ। এক প্রান্তে ১০১ বলে দুই চার ও তিন ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন শেন ডাওরিচ।
সাকিবের অফ স্টাম্পের বাইরের বল পুশ করতে গিয়ে স্লিপে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন গ্যাব্রিয়েল। তিনি টেস্টে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ১৯৯তম শিকার।
ডাওরিচের ফিফটি
দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন শেন ডাওরিচ। কিপার ব্যাটসম্যানের দৃঢ়তায় ব্যবধান কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
৯৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন ডাওরিচ। এই সময়ে তার ব্যাট থেকে আসে একটি চার ও দুটি ছক্কা।
৬২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২২৮/৯। ডাওরিচ ৫১ ও শ্যানন গ্যাব্রিয়েল শূন্য রানে ব্যাট করছেন।
ওয়ারিক্যানকে ফিরিয়ে নাঈমের রেকর্ড
জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন নাঈম হাসান (১৭ বছর ৩৫৫ দিন)। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে (১৮ বছর ১৯৩ দিন)।
অভিষেকে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন নাঈম। তার আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন আরেক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
নাঈম স্পিন করে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান ওয়ারিক্যান। ২৬ বলে তিনি করেন ১২ রান। ২২৫ রানে নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেন ডাওরিচের সঙ্গী ১১ নম্বর ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়ারিক্যানকে জীবন দিলেন মুমিনুল
শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন জোমেল ওয়ারিক্যান। মেহেদী হাসান মিরাজের বলে ডানহাতি এই ব্যাটসম্যানের ক্যাচ ছাড়লেন মুমিনুল হক।
লেগ স্টাম্পে থাকা অফ স্পিনারের লেংথ বল ওয়ারিক্যানের ব্যাটের কানায় লাগলে ক্যাচ যায় মুমিনুলের কাছে। প্রতিক্রিয়া দেখাতে একটু দেরি করা ফিল্ডার হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি বল।
বেঁচে যান সে সময় ৬ রানে ব্যাট করা ওয়ারিক্যান।
নাঈমের চতুর্থ শিকার রোচ
নতুন স্পেলের প্রথম ওভারে দেবেন্দ্র বিশুর পর কেমার রোচকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন নাঈম হাসান। অভিষিক্ত অফ স্পিনার পেলেন নিজের চতুর্থ উইকেট।
অনেকটা টার্ন করা ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি রোচ, আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় লেগ স্টাম্পে লাগতো বল। দ্বিতীয় ও শেষ রিভিউ হারায় সফরকারীরা।
তিন বলে ২ রান করে ফিরেন রোচ। ২০৫ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেন ডাওরিচের সঙ্গী জোমেল ওয়ারিক্যান।
নাঈমের তৃতীয় শিকার বিশু
নতুন স্পেলে এসেই উইকেট পেলেন নাঈম হাসান। এলবিডব্লিউ করে ফেরালেন দেবেন্দ্র বিশুকে।
অফ স্পিনারকে সুইপ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঠিক মতো খেলতে পারেননি। স্কিড করা বল লাগে প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ না নিয়ে ফিরে যান বিশু।
১৯৯ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেন ডাওরিচের সঙ্গী কেমার রোচ।
উইন্ডিজের ভালো সেশন
আক্রমাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে ১৩৩ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে ঝড়ের গতিতে রান তোলা হেটমায়ারসহ মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানকে।
চা-বিরতিতে যাওয়ার সময় সফরকারীদের স্কোর ১৮৭/৬। শেন ডাওরিচ ৩৫ ও দেবেন্দ্র বিশু ২ রানে ব্যাট করছেন। লাঞ্চে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫৪/৩।
লাঞ্চ থেকে ফিরে রোস্টন চেইস ও সুনিল আমব্রিসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান হেটমায়ার। বিস্ফোরক এই ব্যাটসম্যান সঙ্গ পান ডাওরিচের। গড়ে উঠে ৯২ রানের জুটি।
চা-বিরতির খানিক আগে হেটমায়ারকে বিদায় করে স্বাগতিক দলে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ।
বিপজ্জনক হেটমায়ারকে ফেরালেন মিরাজ
ঝড় তোলা শিমরন হেটমায়ার ফিরে গেলেন ডিফেন্স করতে গিয়ে। বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে দ্রুত এগোনো ষষ্ঠ উইকেট জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।
অফ স্পিনারের দারুণ এক ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে যান হেটমায়ার। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। স্পিন করে বেরিয়ে যাওয়া বল ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।
৪৭ বলে পাঁচ চার ও চার ছক্কায় ৬৩ রান করে ফিরেন হেটমায়ার। ভাঙে ৯২ রানের জুটি। ১৮০ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেন ডাওরিচের সঙ্গী দেবেন্দ্র বিশু।
পাল্টা আক্রমণে হেটমায়ারের ফিফটি
ক্রিজে আসার পর থেকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হওয়া শিমরন হেটমায়ার তুলে নিয়েছেন ফিফটি।
৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পর বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান সাকিব আল হাসানকে পরপর দুই বলে হাঁকান চার-ছক্কা। কোনো স্পিনারই পারছেন না হেটমায়ারকে ভাবাতে।
জুটির ফিফটি
দলের বিপর্যয়ে নেমেও সহজাত পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছেন শিমরন হেটমায়ার। সাফল্যও পাচ্ছেন। তার সৌজন্যেই শেন ডাওরিচের সঙ্গে জুটিতে এসেছে ফিফটি। জুটির রান যখন পঞ্চাশ, হেটমায়ারের রানই তাতে ৩৯।
নাঈমের দ্বিতীয় শিকার আমব্রিস
দুইবার জীবন পাওয়া সুনিল আমব্রিসকে ফেরালেন নাঈম হাসান। তরুণ অফ স্পিনার পেলেন নিজের দ্বিতীয় টেস্ট উইকেট।
অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আমব্রিস। ব্যাটে খেলতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন ডানহাতি ব্যাটসম্যান।
বল ট্র্যাকিংয়ে দেখা যায় অফ স্টাম্পে লাগতো বল। ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল, ৬৯ বলে ১৯ রান করে ফিরে যান আমব্রিস।
৮৮ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। ক্রিজে শিমরন হেটমায়ারের সঙ্গী কিপার ব্যাটসম্যান শেন ডাওরিচ।
চেইসকে ফিরিয়ে নাঈমের প্রথম টেস্ট উইকেট
অভিষিক্ত ১৭ বছর বয়সী অফ স্পিনার নাঈম ইসলাম তৃতীয় ওভারে পেলেন নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট। রোস্টন চেইসকে ভাঙলেন চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ।
নাঈমের লেগ স্টাম্পের বল ডিফেন্স করতে চেয়েছিলেন চেইস। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে সহজ ক্যাচ যায় শর্ট লেগে। তৎপর ইমরুল কায়েস ক্যাচ মুঠোয় জমান।
৪৩ বলে চারটি চারে ৩১ রান করে ফিরেন চেইস। ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুইবার জীবন পাওয়া সুনিল আমব্রিসের সঙ্গে ক্রিজে আছেন শিমরন হেটমায়ার।
আবার জীবন পেলেন আমব্রিস

শূন্য রানে সুনিল আমব্রিসের ক্যাচ ছাড়া মুশফিকুর রহিম এবার হাতছাড়া করলেন স্টাম্পিংয়ের সুযোগ।
নিজের দ্বিতীয় ওভারে প্রথম টেস্ট উইকেট পেয়ে যাচ্ছিলেন নাঈম হাসান। অফ স্পিনারের বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন আমব্রিস। লেগ স্টাম্পের বাইরে বল গ্লাভসে নিয়ে মুশফিক বেলস ফেলতে ফেলতে ব্যাট নামিয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যটসম্যান। সে সময় ১৫ রানে ব্যাট করছিলেন তিনি।
রিভিউ নিয়ে বাঁচলেন আমব্রিস
সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন সুনিল আমব্রিস।
স্টাম্পে থাকা ফুল লেংথ বল সুইপ করতে চেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ঠিক মতো শট খেলতে পারেননি তিনি, বল লাগে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর আবদনে সাড়া দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন আমব্রিস। রিপ্লেতে দেখা যায় গ্লাভস ছুঁয়ে প্যাডে লেগেছিল বল। পাল্টায় সিদ্ধান্ত। টিকে যান ১৪ রানে ব্যাট করা মিডল অর্ডার ব্যাটসম্যান।
ভালো সেশন হতে পারতো আরও ভালো
দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধ ঘণ্টায় বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চে যাওয়ার আগে সফরকারীদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে বিদায় করেছে বাংলাদেশ। স্বাগতিকরা সুযোগ হাতছাড়া না করলে ভালো এই সেশন হতে পারতো আরও ভালো।
লাঞ্চে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৪/৩। সুনিল আমব্রিস ৫ ও রোস্টন চেইস ১৯ রানে ব্যাট করছেন। দুই ব্যাটসম্যানই জীবন পেয়েছেন সাকিব আল হাসানের বলে।
কাইরন পাওয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি ভাঙেন তাইজুল ইসলাম। নিজের প্রথম ওভারে তিন উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান। অধিনায়কের বলে শূন্য রানে আমব্রিসকে জীবন দেন কিপার মুশফিকুর রহিম।
সেই ওভারে সাকিব তুলে নেন শেই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। লাঞ্চের আগে শেষ ওভারে বাঁহাতি স্পিনারের বলে মুস্তাফিজুর রহমানের হাতে জীবন পান চেইস। সে সময় ১৮ রানে ব্যাট করছিলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
চেইসের ক্যাচ ছাড়লেন মুস্তাফিজ
আবার সাকিব আল হাসানের বলে হাতছাড়া হল সুযোগ। রোস্টন চেইসের ক্যাচ ছাড়লেন মুস্তাফিজুর রহমান।
বাঁহাতি স্পিনারকে ঠিক মতো সুইপ করতে পারেননি চেইস। ডিপ স্কয়ার লেগ থেকে কিছুটা এগিয়ে এসে ক্যাচ নাগালেই পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু মুঠোয় জমাতে পারেননি। সে সময় ১৮ রানে ব্যাট করছিলেন স্পিন সামলে প্রতিরোধ গড়া চেইস।
এর আগে সাকিবের বলে সুনিল আমব্রিসকে জীবন দিয়েছিলেন মুশফিকুর রহিম।
ব্র্যাথওয়েটকেও ফেরালেন সাকিব
চোট কাটিয়ে ফেরার পর টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ওভারে সাকিব পেলেন দুই উইকেট। শেই হোপের পর ফিরিয়ে দিলেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে।
অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া মন্থর বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে সৌম্য সরকারের হাতে।
৪৭ বলে দুই চারে ১৩ রান করেন ব্র্যাথওয়েট। ৩১ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একবার জীবন পাওয়া সুনিল আমব্রিসের সঙ্গে ক্রিজে আছেন রোস্টন চেইস।
প্রথম বলেই সাকিবের উইকেট
চোট কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসান উইকেট পেলেন নিজের প্রথম বলেই। মেহেদী হাসান মিরাজের জায়গায় বোলিংয়ে এসে বোল্ড করে ফেরালেন শেই হোপকে।
লেগ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল বেরিয়ে এসে ড্রাইভ করতে চেয়েছিলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, স্পিন করে স্টাম্পে লাগে বল।
৪ বলে ১ রান করেন হোপ। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গী সুনিল আমব্রিস।
পাওয়েলকে ফিরিয়ে প্রথম আঘাত তাইজুলের
তাইজুল ইসলামের হাত ধরে এলো প্রথম সাফল্য। বাঁহাতি এই স্পিনার কাইরন পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।
তাইজুলকে প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন পাওয়েল। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলে রিভিউ নেন পাওয়েল। বল ট্র্যাকিংয়ে দেখা বল আঘাত হানতো মিডল স্টাম্পে।
২০ বলে দুই চারে ১৪ রান করেন পাওয়েল। ২৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গী শেই হোপ।
রিভিউ নিয়ে বাঁচলেন পাওয়েল
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন কাইরন পাওয়েল।
অফ স্পিনার মেহেদী হাসানের বল ঠিকমতো খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে প্যাডে। স্বাগতিকদের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন পাওয়েল। আল্ট্রাএজে পাওয়া যায় বলে ব্যাট স্পর্শের প্রমাণ। পাল্টায় সিদ্ধান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩১৫/৮) ৯২.৪ ওভারে ৩২৪ (নাঈম ২৬, তাইজুল ৩৯*, মুস্তাফিজ ০; রোচ ১৭-২-৬৩-১, গ্যাব্রিয়েল ২০-৩-৭০-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১.৪-৬-৬২-৪, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)
ওয়ারিক্যানের চারে ৩২৪ রানে থামল বাংলাদেশ
বোলিংয়ে এসে চার বলের মধ্যে বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিলেন জোমেল ওয়ারিক্যান। নাঈম হাসানের পর বাঁহাতি স্পিনার ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমানকে।
৮ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ থামল ৩২৪ রানে। ৩৯ রানে অপরাজিত থেকে যান তাইজুল ইসলাম।
স্বাগতিকদের ১১ নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজ টিকেন তিন বল। প্রথম বলে এলবিডব্লিউ দিলে রিভিউ নিয়ে বাঁচেন তিনি। এক বল পর এলবিডব্লিউ হলে আবার রিভিউ নেন মুস্তাফিজ। এবার আর বাঁচেননি। তাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান।
নাঈমকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন ওয়ারিক্যান
বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেল ওয়েস্ট ইন্ডিজ। নাঈম হাসানকে ফিরিয়ে দিয়ে নবম উইকেট জুটির প্রতিরোধ ভাঙলেন জোমেল ওয়ারিক্যান।
বাঁহাতি স্পিনারকে ড্রাইভ করতে চেয়েছিলেন নাঈম। স্পিন করে বেরিয়ে যাওয়া বলে ঠিক মতো শট খেলতে পারেননি। প্রথম স্লিপে ধরা পড়েন শেই হোপের হাতে।
টেস্ট অভিষেকে নিজের প্রথম ইনিংসে ২৬ রানে ফিরেন নাঈম। ভাঙে তাইজুল ইসলামের সঙ্গে তার ৬৫ রানের জুটি।
এক মিনিট নীরবতায় শুরু দিন
ম্যাচ রেফারি ডেভিড বুনের মা লেসলি বুনের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন। গত বৃহস্পতিবার হোবার্টে মারা যান লেসলি বুন। তার শেষকৃত্যে যোগ দিতে শুক্রবার কিংবা শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন বুন। তার অনুপস্থিতিতে এই টেস্টের বাকি সময়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শিপার আহমেদ।
নাঈম-তাইজুলের দিকে তাকিয়ে বাংলাদেশ
দেড় ঘণ্টা টিকে থেকে প্রথম দিনে গুটিয়ে যাওয়ার হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। জুটিতে খেলেছেন ৯৫ বল, অবিচ্ছিন্ন নবম উইকেটে যোগ করেছেন ৫৬ রান। তাদের দৃঢ়তায় তিনশ পেরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন সংগ্রহ যতটা সম্ভব বড় করতে তাইজুল ও নাঈমের দিকে তাকিয়ে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
লোয়ার অর্ডারের তিন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ, নাঈম ও তাইজুলের দৃঢ়তায় এরই মধ্যে অষ্টম ও নবম উইকেটে ৮০ রান যোগ করেছে বাংলাদেশ। মুমিনুল হক মনে করেন, পরের ব্যাটসম্যানদের এই রান জেতাতে পারে দলকে।
বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান মনে করেন, তৃতীয় সেশনে শ্যানন গ্যাব্রিয়েল দ্রুত ৪ উইকেট তুলে নিলে ম্যাচে ফিরিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। তবে নাঈম-তাইজুলের দৃঢ়তায় আবার মোমেন্টাম পেয়ে গেছে বাংলাদেশ।
টার্নিং উইকেটে চ্যালেঞ্জ দেখছে উইন্ডিজ
শেষ দুটি উইকেট নিলে আপাতত শেষ হবে বোলারদের দায়িত্ব। দলকে টেনে নেওয়ার ভার এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। তবে উইকেটের যা অবস্থা, বোলারদের একজন চ্যালেঞ্জ দেখছেন সতীর্থ ব্যাটসম্যানদের। জোমেল ওয়ারিক্যানের ধারণা, টার্নিং উইকেটে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের অপেক্ষায় কঠিন সময়।
টেস্ট শুরুর দিনে উইকেট ব্যাটসম্যানের পক্ষেই কথা বলেছে বেশি। তবে টার্নও মিলেছে বেশ। বিশেষ করে শেষ সেশনে। সামনের দিনগুলোয় আরও বেশি স্পিন ধরবে, সেটি নিয়ে সংশয় খুব একটা নেই। প্রথম দিনে ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান দিন শেষে জানালেন খুব গভীরভাবে চোখ রাখতে হবে বলের দিকে। প্রথম দিন থেকেই উইকেট টার্ন করায় ব্যাটসম্যানদের জন্য কাজটা হবে খুব চ্যালেঞ্জিং।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ