ফজলে রাব্বি ৯৪, প্রতিপক্ষের ১ রানের লিড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2018 06:54 PM BdST Updated: 22 Nov 2018 06:54 PM BdST
কিছুদিন আগে জাতীয় লিগে ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি ফজলে মাহমুদ রাব্বি। এবার বিসিএলে সেঞ্চুরি হাতছাড়া করলেন ৬ রানের জন্য। অল্পের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারেনি তার দলও। প্রতিপক্ষ নিয়েছে ১ রানের লিড।
বিসিএলের প্রথম রাউন্ডে দারুণ জমে উঠেছে সিলেটের ম্যাচ। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের ২৮২ রানের জবাবে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে ২৮১ রানে।
বিনা উইকেটে ২৯ রান দিয়ে দক্ষিণাঞ্চল শুরু করেছিল দিন। উদ্বোধনী জুটি দারুণ ব্যাটিংয়ে দলকে গড়ে দেয় শক্ত ভিত। ওভারপ্রতি প্রায় ৫ করে রান তুলে শাহরিয়ার নাফিস ও এনামুল হক গড়েন ৭১ রানের জুটি। ৩১ রানে এনামুলকে ফিরিয়ে জুটি ভাঙেন শহিদুল ইসলাম।
দ্বিতীয় উইকেটে দক্ষিণাঞ্চল পায় আরেকটি ভালো জুটি। এবার শাহরিয়ারের সঙ্গে ফজলে রাব্বির জুটি ৭৭ রানের।
৭১ রানে শাহরিয়ারকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন মিডিয়াম পেসার শহিদুল। এরপরই ম্যাচে ফিরতে থাকে মধ্যাঞ্চল। মোশাররফ হোসেনের বাঁহাতি স্পিনে ভেঙে পড়ে দক্ষিণাঞ্চলের শক্তিশালী মিডল অর্ডার।

এরপরও ছিল উত্তেজনা। দশে নেমে রুবেল হোসেনের ব্যাটে লিড পাওয়ার কাছাকাছি গিয়েছিল দক্ষিণাঞ্চল। কিন্তু ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করা রুবেলকে আউট করে বাঁহাতি পেসার আবু হায়দার মধ্যাঞ্চলকে এনে দেন ১ রানের লিড।
শেষ বিকেলে ২ ওভার খেলে ২ রান করে মধ্যাঞ্চল লিড নিয়ে গেছে ৩ রানে।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৮২
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮৭.১ ওভারে ২৮১ (শাহরিয়ার ৭১, এনামুল ৩১, ফজলে রাব্বি ৯৪, তুষার ২, রকিবুল ৭, সোহান ১৭, মেহেদি ২, রাজ্জাক ০, শফিউল ৪, রুবেল ৩০, আল আমিন ৬*, আবু হায়দার ১/৬৬, রবিউল ২/৭২, শুভাগত ১/৪৫, শহিদুল ২/২৮, মোশাররফ ৪/৫৩)।
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ২ ওভারে ২/০
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান