তামিমকে ছাড়িয়ে, তামিমের পাশে মুমিনুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2018 02:51 PM BdST Updated: 22 Nov 2018 02:51 PM BdST
চট্টগ্রামে যখন এসেছেন, সেঞ্চুরি তো ধরাবাঁধাই ছিল! মুমিনুল হক রক্ষা করলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চাশ পেরুলেই সেঞ্চুরি করার ধারাবাহিকতা। দারুণ সেঞ্চুরিতে একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে, ছুঁলেন আরেকটিতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন মুমিনুল। বছরের শুরুতে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন জোড়া শতক। এই টেস্টের আগের টেস্টে সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। বৃহস্পতিবারেরটি নিয়ে এই বছর তার সেঞ্চুরি হলো চারটি। বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তার। ২০১০ সালে তামিম করেছিলেন তিনটি।
এই চার সেঞ্চুরিতে মুমিনুলের টেস্ট সেঞ্চুরি হলো মোট আটটি। উঠে গেলেন আরেকটি চূড়ায়, যেখানে এতদিন তামিম ছিলেন একা। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। তবে তামিমের ৮ সেঞ্চুরি ৫৬ টেস্টে, মুমিনুল স্পর্শ করলেন ৩২ টেস্টেই।
একটি কীর্তিতে মুমিনুল দেশের সীমানা পেরিয়ে ছুঁয়েছেন বিশ্ব ক্রিকেটকেও। এই বছর ৪ সেঞ্চুরিতে ছুঁয়েছেন বিরাট কোহলিকে। ২০১৮ সালে দুটির বেশি সেঞ্চুরি নেই এই দুজন ছাড়া আর কারও। কোহলি এবছর চারবার তিন অঙ্ক ছুঁয়েছেন ১০ টেস্ট খেলে। মুমিনুল একই স্বাদ পেলেন তিন টেস্ট কম খেলেই।
শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই সেঞ্চুরির পর এই শতক; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন মুমিনুল। টানা তিন ইনিংসে তো বহুদূর, এক মাঠে দুইটির বেশি সেঞ্চুরিই নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের। সব মিলিয়ে এই মাঠে ৮ টেস্টে ৬ সেঞ্চুরি হয়ে গেল মুমিনুলের।
মুমিনুলের সেঞ্চুরিতে একটি বড় আশার জায়গাও পেয়ে গেল বাংলাদেশ। তার ব্যাট থেকে সেঞ্চুরি এলে আগে কখনোই হারেনি দল!
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন