নাঈম, জহুরুলের সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিন সেঞ্চুরিতে রাঙিয়েছেন নাঈম ইসলাম ও জহুরুল ইসলাম। দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের দৃঢ়তায় পূর্বাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে রয়েছে উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 01:03 PM
Updated : 21 Nov 2018, 01:05 PM

প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ৩৩৫ রান। ২৫তম সেঞ্চুরি তুলে নেওয়া নাঈম ১১১ ও ১৫তম সেঞ্চুরির দেখা পাওয়া জহুরুল ১০০ রানে ব্যাট করছেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিক-মিজানুর রহমানের ব্যাটে শুরুটা ভালো করে উত্তরাঞ্চল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৫ বলে ৫ চারে ২৮ রান করা জুনায়েদকে বোল্ড করে তাদের শুরুর জুটি ভাঙেন হাসান মাহমুদ। 

বেশিক্ষণ টিকেননি ফরহাদ হোসেন। টেস্ট দলে জায়গা হারানো পেসার আবু জায়েদ চৌধুরীর বলে এলবিডব্লিউ হয়ে যান এই টপ অর্ডার ব্যাটসম্যান। প্রথম দিনে সেটাই পূর্বাঞ্চলের শেষ সাফল্য।

লাঞ্চের আগে ৭৪ বলে ফিফটিতে পৌঁছানো মিজানুর দ্বিতীয় সেশনে চোট পেয়ে মাঠ ছাড়েন। ৯৬ বলে ৮ চারে ৬৩ রান করেন এই ডানহাতি ওপেনার।

দলের ১৩৩ রানে মিজানুর মাঠ ছাড়ার পর জুটি বাঁধেন নাঈম ও জহুরুল। দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা যোগ করেন ২০২ রান।

নাঈম ১৭৭ বলে ১৩ চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ১১১ রানে। জহুরুল ১৫৭ বলে ১৪ চারে করেন ১০০ রান। তাদের ব্যাটে বিশাল সংগ্রহের ভিত পেয়ে গেছে উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮১ ওভারে ৩৩৫/২ (মিজানুর আহত অবসর ৬৩*, জুনায়েদ ২৮, ফরহাদ ১২, নাঈম ১১১*, জহুরুল ১০০*; আবু জায়েদ ১/৬৩, রেজা ০/৫৬, হাসান ১/৫১, সাইফ ০/২৫, এনামুল জুনিয়র ০/৮৬, আফিফ ০/৩৭, শামসুর ০/৯)