ইমরুল-সৌম্যর জুটিতে পাল্লা ভারি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2018 02:59 PM BdST Updated: 21 Nov 2018 03:00 PM BdST
প্রস্তুতি ম্যাচে ভালো করে সাদমান ইসলাম দলে জায়গা করে নেওয়ায় চট্টগ্রাম টেস্টে উদ্বোধনী জুটি নিয়ে লড়াই ত্রিমুখী। সাকিব আল হাসানের কথায় রয়েছে ইমরুল কায়েস-সৌম্য সরকারের জুটিতে পাল্লা ভারি থাকার আভাস। তবে বাঁহাতি ওপেনার সাদমানের সম্ভাবনাও উড়িয়ে দেননি বাংলাদেশ অধিনায়ক।
টেস্টের উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশ ভুগছে অনেক দিন ধরে। গত তিন বছরে ৩৫ ইনিংসে মোটে একবার তিন অঙ্কে গেছে তাদের কোনো উদ্বোধনী জুটি। সবশেষ ২১ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছে মোটে তিনবার।
গত এনসিএলে সর্বোচ্চ রান ছিল সাদমানের। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সৌম্য। রানের মধ্যে থাকা দুই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে করেন ফিফটি। অন্য দিকে অভিজ্ঞতায় তাদের চেয়ে অনেক এগিয়ে ইমরুল। সাকিব জানান, দুয়ার খোলা তিন জনের জন্যই।
“সাদমান প্রস্তুতি ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য ভালোভাবে ফিরেছে। তিন জনেরই খুব ভালো সুযোগ আছে। যারাই একাদশ নির্বাচন করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু গাট ফিলিংয়ের মধ্যেই সিলেক্ট করতে হবে। একটু ধারণা করতেই হবে কে নির্দিষ্ট টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে।”

“আমরা এখানে চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ খেলোয়াড় তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি, টেস্টে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে বেশ সহায়ক হয়। তারপরও আমরা এখনও ঠিক করিনি যে, আমরা কোন ধরনের কম্বিনেশনে যাব।”
“ইমরুল (জিম্বাবুয়ের বিপক্ষে) ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটা টেস্টে তেমন রান করেনি। ও ওয়ানডেতে ভালো ছন্দে ছিল, আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে।”
এখন পর্যন্ত কেবল একটি টেস্টে ওপেনিং করেন ইমরুল ও সৌম্য। গত বছরের অক্টোবরে ব্লুমফন্টেইনে দুই ইনিংসেই ১৩ রানে ভেঙেছিল তাদের জুটি।
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
-
পিসিবির চুক্তিতে ফিরলেন নাসিম-হায়দার
-
‘বাটলার-ম্যাক্সওয়েলদের মতো দীর্ঘকায় ক্রিকেটার নেই আমাদের’
-
টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন মিরাজ-তাসকিন
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব