স্পিন পরীক্ষার জন্য ‘প্রস্তুত’ উইন্ডিজ

দুই দলের সবশেষ টেস্ট সিরিজে সবুজ ঘাসে ঢাকা উইকেট দিয়ে বাংলাদেশকে বরণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের প্রথম সকালে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে গুঁড়িয়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। বাংলাদেশ টার্নিং উইকেট দিয়ে তাদের স্বাগত জানাবে বলে নিশ্চিত ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে কঠিন এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 02:11 PM
Updated : 19 Nov 2018, 03:17 PM

গত জুলাইয়ে হওয়া দুই টেস্টই শেষ হয়েছিল তিন দিনের মধ্যে। ইনিংস ও ২১৯ এবং ১৬৬ রানের জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

দুই দিনের প্রস্তুতি ম্যাচের উইকেট দেখে ব্র্যাথওয়েট অনুমান করতে পারছেন সামনে তাদের জন্য কী অপেক্ষা করছে।

“আমরা এমন মন্থর উইকেটই আশা করেছিলাম। এটা ছিল বেশ মন্থর উইকেট। আর বাংলাদেশে যখন আসি তখন আমরা এমন কিছুই পাওয়ার আশা করি।” 

“টেস্ট সিরিজে স্পিন পরীক্ষা আশা করছি। এটা সহজ হবে না তবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল।” 

সেপ্টেম্বরের শেষ দিক থেকে উপমহাদেশে আছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতে খেলে বাংলাদেশে এসেছে তারা। ব্র্যাথওয়েট মনে করেন, একই ধরনের কন্ডিশনে অনেক দিন খেলায় বাংলাদেশে মানিয়ে নেওয়া তাদের জন্য সহজ হবে।

“ভারতের মতো একই ধরনের কন্ডিশন। আমাদের কাছে একইরকম মনে হচ্ছে। আমাদের এখানে মৌলিক কাজগুলো ঠিকঠাক করার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”