উইকেটের কারণে গ্যাব্রিয়েল, রোচকে খেলা সহজ ছিল: মিঠুন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018 07:53 PM BdST Updated: 19 Nov 2018 07:53 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের নতুন বলের দুই বোলার শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচকে ভালোভাবে সামাল দিয়েছে বিসিবি একাদশ। মোহাম্মদ মিঠুন মনে করেন, এতে ব্যাটসম্যানদের দৃঢ়তার সঙ্গে অবদান আছে মন্থর উইকেটেরও।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ড্র হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে রোচ ৭ ওভারে ১৮ রানে নেন ১ উইকেট। গ্যাব্রিয়েল ৮ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট।
ম্যাচ শেষে সোমবার সাংবাদিকদের মিঠুন জানান, উইকেটে পেসারদের জন্য একদমই কিছু না থাকায় রোচ-গ্যাব্রিয়েলকে খেলতে সমস্যা হয়নি তাদের।
“ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা তো অবশ্যই ভালো। ওদের পেস বোলিং অ্যাটাকের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। ওরা অবশ্যই বিশ্বমানের বোলার। উইকেটের কারণে আমরা অনেক সহজেই ওদের খেলে ফেলতে পেরেছি। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। বোলারদের জন্য উইকেটে খুব একটা সহায়তা না থাকলে ওদের কিছু করারও থাকে না।”

“বোলাররা ম্যাচে কেমন করবে তা নির্ভর করে উইকেটের ওপর। অর্ডিনারি বোলারও স্পিনিং উইকেটে ভালো করে ফেলতে পারে। একজন বিশ্বমানের বোলারও ফ্ল্যাট উইকেটে কিছু নাও করতে পারে। টেস্টে উইকেট কেমন হবে তার ওপর নির্ভর করবে ওদের স্পিনাররা কতটা কার্যকর হবে।”
প্রস্তুতি ম্যাচে খেলায় গ্যাব্রিয়েল-রোচ, বিশু-ওয়ারিক্যানদের সম্পর্কে ভালো ধারণা হয়েছে মিঠুনের। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বিশ্বাস, চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের সময় এটা খুব কাজে লাগবে।
“ওদের বোলারদের খেলেছি, অবশ্যই ওদের সম্পর্কে একটা ধারণা হয়েছে। পরের ম্যাচে এটা আমাকে সহায়তা করবে। এই ম্যাচ খেলে সবচেয়ে বড় যে সুবিধা হল, টেস্টের আগে ওদের কিছু বল খেলতে পারলাম।”
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক