কোয়ালিটি স্পিনে অতটা টিকবে না উইন্ডিজ: সৌম্য
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018 08:48 PM BdST Updated: 18 Nov 2018 08:48 PM BdST
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সাবলীল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তাদের এই ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখেন না সৌম্য সরকার। তার বিশ্বাস, টেস্টে বাংলাদেশের মানসম্পন্ন স্পিনে ঠিকই ভুগবে সফরকারীরা।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করেন বাঁহাতি স্পিনার তাইজুল
ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোট কাটিয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান ফেরায় বেড়েছে বাংলাদেশের স্পিন আক্রমণের শক্তি।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভালো বোলিং করা নাঈম হাসান চতুর্থ স্পিনার হিসেবে আছে
প্রথম টেস্টের দলে।
এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন রোববার ৬ উইকেটে ৩০৩ রান
করে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তিন স্পিনার নাঈম, রিশাদ হোসেন ও ফজলে মাহমুদ রাব্বির
৪৭.৩ ওভার থেকে তোলে ১৭০ রান।
অফ স্পিনার নাঈম ১০৪ রান দিয়ে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার মাহমুদ ১১ রানে নেন ১ উইকেট।
৫৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সৌম্য মনে করেন, স্কোর বোর্ড
যেমন দেখাচ্ছে তার চেয়ে প্রথম দিন ভালো বোলিং করেছেন বিসিবি একাদশের তিন স্পিনার।
“আমাদের স্পিনাররা বল ভালোই করেছে। ভালো জায়গায় বোলিং করেছে। তবে ওরা স্পিনারদের ভালোভাবে
সামাল দিয়েছে। ভারতে অনেক দিন খেলে এখানে এসেছে। এই ম্যাচে যারা বোলিং করেছে তারা মানসম্পন্ন
বোলার। তবে আমার মনে হয়, মূল ম্যাচে সবাই আরও ভালো বোলিং করবে।”
সেপ্টেম্বরের শেষ দিক থেকে উপমহাদেশে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সৌম্য মনে করেন, ভারতের
স্পিনিং উইকেটে খেলার সুফল প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সফরকারীরা।
“ভারতে অনেক দিন খেলেছে বলে ওদের প্রস্তুতিও হয়তো খুব ভালো ছিল। ওরা স্পিন খেলার মধ্যেই
আছে। তবে আমরা যদি কোয়ালিটি স্পিন বল করতে পারি তাহলে মনে হয় না ওরা এতটা টিকতে
পারবে।”
-
বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী