ক্যান্ডিতে জিতে টেস্ট সিরিজ ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018 12:24 PM BdST Updated: 18 Nov 2018 12:24 PM BdST
আগের দিন শেষ বেলায় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। পঞ্চম ও শেষ দিন বাকি তিন উইকেট সফরকারীরা তুলে নিল ২০ মিনিটে। ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে জিতল সিরিজ।
ক্যান্ডিতে রোববার ৭ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৪৩ রানে। দ্বিতীয় টেস্ট ৫৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭৫ রান, ইংল্যান্ডের ৩ উইকেট। শেষ দিনে লড়াইও করতে পারেনি স্বাগতিকরা।
সিরিজ বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার আশা হয়ে টিকে ছিলেন নিরোশান ডিকভেলা। এই কিপার ব্যাটসম্যানকেই ফিরিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে ইংল্যান্ড। অফ স্পিনার মইন আলিকে ড্রাইভ করতে গিয়ে স্লিপে বেন স্টোকসের হাতে ধরা পড়ে শেষ হয় তার ৩৫ রানের ইনিংস। এক বল পরে সুরঙ্গা লাকমলকে বোল্ড করে দলকে জয়ের আরো কাছে নিয়ে যান মইন।
ফিরতি ক্যাচ নিয়ে মালিন্দ পুস্পকুমারাকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। মাত্র ১৭ রান যোগ করে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।
ম্যাচ জুড়ে ছিল স্পিনারদের দাপট। ৪০ উইকেটের ৩৮টি নিয়েছেন স্পিনাররা, যা টেস্ট ইতিহাসের সর্বোচ্চ। ১৯৬৯ সালে নাগপুরে ভারত-নিউ জিল্যান্ড টেস্টে স্পিনারদের ৩৭ উইকেট ছিল আগের সেরা।
টেস্টে পঞ্চমবারের মতো ম্যাচে ১৯ উইকেট নিল ইংলিশ স্পিনাররা। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে মাত্র একাদশবার উইকেটশূন্য থাকলে পেসাররা।
লিচ ৫ উইকেট নেন ৮৩ রানে। মইন ৭২ রানে নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে খেলা ১২৬ রানের ইনিংস অধিনায়ক রুটকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩৬
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৪৬
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩০১) ৭৪ ওভারে ২৪৩ (চতুর্থ দিন শেষে ২২৬/৭) (ডিকভেলা ৩৫, দনাঞ্জয়া ৮*, লাকমল ০, পুস্পকুমারা ১; অ্যান্ডারসন ০/১২, লিচ ৫/৮৩, মইন ৪/৭২, রশিদ ১/৫২, রুট ০/১৫)
ফল: ইংল্যান্ড ৫৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যাচ অব দা ম্যাচ: জো রুট
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ