বিসিএলে খেলার সুযোগ দিতে টেস্টে নেই আবু জায়েদ

সম্ভাব্য একাদশের বাইরে খুব বেশি ক্রিকেটারকে রেখে স্কোয়াড ভারী করতে চাননি নির্বাচকেরা। মূলত এ কারণেই চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি আবু জায়েদ চৌধুরী। এই পেসারসহ সম্ভাব্য অন্যদের টেস্ট দলের ড্রেসিং রুমে বসিয়ে না রেখে বিসিএল খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত, জানালেন হাবিবুল বাশার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 01:12 PM
Updated : 17 Nov 2018, 04:13 PM

টেস্ট ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো করলেও প্রথমে একাদশ থেকে, এবার স্কোয়াড থেকেও বাদ পড়লেন আবু জায়েদ। হাবিবুলের মতে, দুটিই আসলে একসূত্রে গাঁথা।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আবু জায়েদকে বাইরে রাখা হয়েছিল টিম কম্বিনেশনের কারণে। একাদশে মুস্তাফিজুর রহমানের মতো সুইং ও কাটার করানোর মতো পেসার থাকায় দ্বিতীয় পেসার হিসেবে দল চাইছিল ভিন্ন ঘরানার একজনকে। সুইং বোলার আবু জায়েদকে বাইরে রেখে তাই খেলানো হয়েছিল তুলনামূলক গতিময় ও আগ্রাসী পেসার সৈয়দ খালেদ আহমেদকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও আছেন এই দুজন। মুস্তাফিজ যেহেতু খেলবেন, দ্বিতীয় পেসার হিসেবে খালেদ আবারও হয়ে উঠছেন প্রথম পছন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল জানালেন, এ কারণেই রাখা হয়নি আবু জায়েদকে।

“আবারও টিম কম্বিনেশনের কথাই বলতে হবে। দুই পেসারের বেশি আসলে চট্টগ্রামে খেলানোর সম্ভাবনা নেই। মুস্তাফিজের সঙ্গে খালেদই এগিয়ে থাকবে। স্কোয়াড যদি ১৪ বা ১৫ জনের হতো, রাহি (আবু জায়েদ) নিশ্চিতভাবেই থাকতো। কিন্তু যেহেতু বিসিএল শুরু হচ্ছে, অযথা বাইরে বসিয়ে রাখার জন্য খুব বেশিজন নিতে চাই না। সম্ভাব্য একাদশের বাইরে স্রেফ সতর্কতার কারণে আর দুইজন রাখা হয়েছে স্কোয়াডে।”

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ ছিলেন টেস্ট সিরিজে দলের নজরকাড়া পারফরমার। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও খারাপ করেননি। বাদ পড়ায় তার আত্মবিশ্বাসে চোট লাগা অস্বাভাবিক নয়। তবে হাবিবুল জানালেন, সঠিক বার্তাটি এই পেসারকে দিয়েছেন তারা।

“ওর ভেঙে পড়ার কারণ নেই। টিম কম্বিনেশনের ব্যাপারটি আমরা ওকে বুঝিয়ে বলেছি। ওর ধরনের বোলারও শিগগিরই আবার দরকার হবে আমাদের, তখন ওর ডাক পড়বে। এখানে বসে না থেকে বিসিএলে ম্যাচ খেললে ওরই ভালো হবে।”

চট্টগ্রাম টেস্টের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্তও। অনেক দিন থেকেই তাকে মনে করা হচ্ছে দেশের ব্যাটিংয়ের ভবিষ্যত, গড়ে তোলা হচ্ছে বেশ যত্ন করে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে সুযোগ পেয়ে ভালো করেননি। মিরপুর টেস্টে ছিলেন না একাদশেও। হাবিবুলের বিশ্বাস, খুব দ্রুতই আবার ফেরার দাবি জানাবেন শান্ত।

“শান্তর শুরুটা হয়তো খুব ভালো হয়নি। তবে ওর সম্ভাবনা নিয়ে আমাদের এখনও সন্দেহ নেই। আমরা নিশ্চিত, ওর ভবিষ্যত উজ্জ্বল। আশা করি পারফর্ম করেই আবার দলে ফিরবে আরও পোক্ত হয়ে।”