সাকিবের সঙ্গে ফিরলেন সৌম্য ও নাঈম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2018 02:25 PM BdST Updated: 17 Nov 2018 04:26 PM BdST
বড় একটা অস্বস্তি হানা দিয়েছিল আগেই। তবে দল ঘোষণায় একটি স্বস্তির খবরও এলো। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফেরা হচ্ছে না তামিম ইকবালের। তবে বাংলাদেশ দল ফিরে পেয়েছেন নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে। চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডারের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও অফ স্পিনার নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে কেবল ১৩ জনকে। একাদশের বাইরে খুব বেশি ক্রিকেটারকে বসিয়ে না রেখে আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া বিসিএলে খেলার সুযোগ দিতেই দল তুলনামূলক ছোট আকারের। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কেউ দারুণ কিছু করলে তার সুযোগ মিলতে পারে টেস্ট দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের ১৫ জনের স্কোয়াড থেকে এই টেস্টে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, দুই পেসার আবু জায়েদ ও শফিউল ইসলাম এবং দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।

ফেরার লড়াইয়ে গত বুধবার হালকা নেট সেশন শুরু করেছেন সাকিব। দলের আশা, প্রথম টেস্ট শুরুর আগে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন অধিনায়ক।
সৌম্য ও নাঈম পেয়েছেন এবার জাতীয় লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার। ৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাঈম। ৮ ইনিংসে ৬৭.২৮ গড়ে সৌম্য করেছিলেন ৪৭১ রান।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও টেস্ট দলে নাঈম নতুন মুখ নয়। বছরের শুরুতে নিউ জিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময় তাকে আচমকাই উড়িয়ে আনা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা দিয়ে। চমক জাগিয়ে দলে নিলেও সেবার খেলার সুযোগ পাননি ১৭ বছর বয়সী অফ স্পিনার। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮টি উইকেট নিয়েছেন ৬ ফুট লম্বা নাঈম।

জিম্বাবুয়ের বিপক্ষে চার ইনিংসে লিটনের রান ৯, ২৩, ৯ ও ৬। সব মিলিয়ে ১২ টেস্টে ২৪ গড়ে করেছেন ৫০৪ রান। আসছে বিসিএল খেলে আবার হয়তো দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাবেন এই ব্যাটসম্যান।
এই সিরিজে লিটনের উদ্বোধনী জুটির সঙ্গী ইমরুল কায়েসও অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি। দুই টেস্টে করেছেন ৫, ৪৩, ০ ও ৩ রান। সবশেষ ২০ ইনিংসে তার কোনো ফিফটি নেই, সেঞ্চুরি নেই ৩০ ইনিংসে। এরপরও বাঁহাতি ওপেনার টিকে গেছেন দলে।
জিম্বাবুয়ে সিরিজের সিলেট টেস্টে ৫ ও ১৩ রান করার পর মিরপুরে খেলার সুযোগ পাননি শান্ত। এবার বাদ পড়লেন স্কোয়াড থেকেই।
স্কোয়াডে পেসার কেবল দুইজন, মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ। টেস্টের সম্ভাব্য উইকেট সম্পর্কে তাই ধারণা করা যায় সহজেই। শফিউল ইসলাম বাদ পড়েছেন না খেলেই। আরেক পেসার আবু জায়েদের বাদ পড়া খানিকটা বিস্ময়কর। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ বোলিংয়ের পর এবার সিলেট টেস্টেও খুব খারাপ করেননি। কিন্তু মিরপুর টেস্টের একাদশে জায়গা পাননি টিম কম্বিনেশনের কারণে। এখন নেই তিনি স্কোয়াডেই।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
-
বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ