সাকিবকে ধরে রাখল হায়দরাবাদ

আইপিএলে নতুন দলের হয়ে প্রথম মৌসুমে ভালো পারফরম্যান্স দেখানোর পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের অলরাউন্ডারকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 06:45 PM
Updated : 15 Nov 2018, 06:45 PM

আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, খেলেছিলেন ছয় মৌসুম। গত মৌসুমের আগে তাকে ২ কোটি রূপিতে দলে নেয় হায়দরাবাদ। নতুন দলটির হয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পান সাকিব। পারফরম্যান্সেও প্রতিদান দেন মোটামুটি। ব্যাট হাতে করেছিলেন ২৩৯ রান, বল হাতে উইকেট নিয়েছিলেন ১৪টি। হায়দরাবাদ হয়েছিল রানার্সআপ।

হায়দরাবাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে অন্যতম আরেকজন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে সুযোগ পাননি খেলার।

মুস্তাফিজকে গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল মুম্বাই। তবে তাকে ছেড়ে দেওয়া হবে বলে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। গত মৌসুমে শুরুটা ভালো করলেও পরে সেই ধারা ধরে রাখতে পারেননি বাঁহাতি পেসার। ৭ উইকেট নিয়েছিলেন ৭ ম্যাচে, ওভারপ্রতি দিয়েছিলেন ৮.৩৬ রান। এছাড়া বিশ্বকাপের আগে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাবেন কিনা, এটা নিয়েও ছিল সংশয়।