স্বস্তির জয়ে সমতায় বাংলাদেশ

অপরাজিত সেঞ্চুরিতে জিম্বাবুয়ের হয়ে লড়াই করলেন ব্রেন্ডন টেইলর। অন্যদের কাছ থেকে পেলেন না খুব একটা সহায়তা। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের নৈপুণ্যে পঞ্চম ও শেষ দিন দুই সেশনে কাজ সেরে ফেলল বাংলাদেশ। ২১৮ রানের জয়ে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা।

অনীক মিশকাতঅনীক মিশকাতবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 03:38 AM
Updated : 15 Nov 2018, 08:14 AM

বাংলাদেশের ২১৮ রানের জয়
 
আট ম্যাচ পর টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে দুই ম্যাচের সিরিজ। 
 
৪৪৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে থামে ২২৪ রানে। এর আগে সিলেট টেস্ট স্বাগতিকরা হেরেছিল ১৫১ রানে। 
 
৩৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৯৩ রানে।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪ 
 
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ (ইনিংস ঘোষণা) 
 
জিম্বাবুয়ে ২য় ইনিংস:(লক্ষ্য ৪৪৩) ৮৩.১ ওভারে ২২৪ (আগের দিন ৭৬/২)( টেইলর ১০৬*, উইলিয়ামস ১৩, রাজা ১২, মুর ১৩, চাকাভা ২, টিরিপানো ০, মাভুটা ০, জার্ভিস ১, চাটারা আহত অনুপস্থিত; মুস্তাফিজ ১০-২-১৯-১, তাইজুল ৩৭-৫-৯৩-২, খালেদ ১২-৪-৪৫-০, মিরাজ ১৮.১-৫-৩৮-৫, আরিফুল ৩-১-৭-০, মাহমুদউল্লাহ ১-০-১-০, মুমিনুল ২-০-১৭-০)।
 
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম
 
সিরিজ সেরা: তাইজুল ইসলাম

মিরাজের পাঁচে থামল জিম্বাবুয়ে
 
কাইল জার্ভিসকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার পঞ্চমবারের মতো নিলেন পাঁচ উইকেট। 
 
মিরাজকে ছক্কায় উড়াতে চেয়েছিলেন জার্ভিস। টাইমিং করতে পারেননি। অনেক উপরে উঠে যাওয়া ক্যাচ মিডঅনে মুঠোয় নেন খালেদ আহমেদ। 
 
২২৪ রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন সকালে বোলিংয়ের সময় চোট পাওয়া টেন্ডাই চাটারা দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামেননি। তাই ওই রানেই থামে সফরকারীদের ইনিংস। 
 
১৬৭ বলে ১০ চারে ১০৬ রানে অপরাজিত থাকেন টেইলর। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান প্রথম ইনিংসে করেছিলেন ১১০ রান।

মিরাজের চতুর্থ শিকার মাভুটা
 
ব্র্যান্ডন মাভুটাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। দলকে নিয়ে গেলেন জয়ের আরও কাছে।   
 
অফ স্পিনারের বল সুইপ করতে চেয়েছিলেন মাভুটা। মাঝ ব্যাটে খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচ স্কয়ার লেগে মুঠোয় জমান তাইজুল ইসলাম। ২১৩ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গী কাইল জার্ভিস।

টিরিপানোকে ফেরালেন মিরাজ
 
এক প্রান্তে অবিচল ব্রেন্ডন টেইলর। অন্য প্রান্তে দ্রুত উইকেট হারাচ্ছে জিম্বাবুয়ে। ডোনাল্ড টিরিপানোকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ।
 
অফ স্পিনারের বাড়তি লাফানো বল টিরিপানোর গ্লাভস ছুঁয়ে শর্ট লেগে লিটন দাসের হাতে জমা পড়ে। ২০১ রানে সপ্তম উইকেট হারায় জিম্বাবুয়ে। 
 
রানের খাতা খুলতে পারেননি ৯ বল খেলা টিরিপানো। ক্রিজে টেইলরের সঙ্গী ব্র্যান্ডন মাভুটা।

রান আউট চাকাভা
 
মেহেদী হাসান মিরাজের বলে দ্রুত একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টায় ফিরলেন রেজিস চাকাভা। জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 
 
অফ স্পিনারের বল মিডউইকেটে পাঠিয়েই রানের জন্য দৌড় শুরু করেন টেইলর। সাড়া দিয়ে ছুটেন চাকাভাও। তবে তৎপর ছিলেন মুমিনুল। তার থ্রো পেয়ে স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম। তখনও বেশ দূরে ছিলেন জিম্বাবুয়ের কিপার ব্যাটসম্যান। 
 
৮ বলে ২ রান করে ফিরেন চাকাভা। ১৯৯ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে টেইলরের সঙ্গী ডোনাল্ড টিরিপানো।

মুরকে ফিরিয়ে জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙলেন মিরাজ
 
চিন্তার কারণ হয়ে উঠা জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার ফিরিয়ে দিলেন পিটার মুরকে। 
 
পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট লেগে। প্রথম চেষ্টায় ধরতে পারেননি ইমরুল কায়েস। বল তার হাত ছুঁয়ে বুকে লেগে শেষে মুঠোয় আসে। ভাঙে ৬৬ রানের জুটি।
 
এক চারে ১৩ রান করতে ৭৯ বল খেলেন মুর। ১৮৬ রানে পঞ্চম উইকেট হারাল জিম্বাবুয়ে। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গী কিপার ব্যাটসম্যান রেজিস চাকাভা।

টেইলর-মুর জুটিতে পঞ্চাশ
 
প্রথম ইনিংসে শতরানের জুটি গড়া ব্রেন্ডন টেইলর ও পিটার মুর প্রতিরোধ গড়েছেন দ্বিতীয় ইনিংসেও। পঞ্চম উইকেটে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
 
আস্থার সঙ্গে খেলে দুই ডানহাতি ব্যাটসম্যান ১২৫ বলে জুটির রান নিয়ে যান পঞ্চাশে। দ্বিতীয় ইনিংসে এটি সফরকারীদের দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া জুটি।

প্রথম সেশনে ২ উইকেট
 
পঞ্চম দিনের সকালে মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য নেই বাড়তি টার্ন। কিছু বল বাড়তি লাফিয়েছে, নিচু হয়নি কোনো বল। ম্যাচ বাঁচাতে প্রাণপণে লড়াই করছে জিম্বাবুয়ে। এর মাঝে দুই বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম এনে দিয়েছেন দুটি উইকেট। 
 
লাঞ্চে যাওয়ার সময় জিম্বাবুয়ের স্কোর ১৬১/৪। ব্রেন্ডন টেইলর ৫৪ ও পিটার মুর ১০ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে শতরানের জুটি গড়া দুই ডানহাতি ব্যাটসম্যানের জুটি জমে গেছে এবারও। পঞ্চম উইকেটে এরই মধ্যে যোগ করেছেন ৪১ রান। 
 
প্রথম সেশনে ৩১ ওভারে শন উইলিয়ামস ও সিকান্দার রাজাকে হারিয়ে ৮৫ রান যোগ করেছে জিম্বাবুয়ে। জিততে শেষ দুই সেশনে আরও ২৮২ রান করতে হবে সফরকারীদের। তাদের শেষ ৬ উইকেট তুলে নিতে অন্তত ৫৯ ওভার রয়েছে বাংলাদেশের

টেইলরের ফিফটি
 
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর দাঁড়িয়ে গেছেন দ্বিতীয় ইনিংসেও। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ফিফটি। 
 
৯৪ বলে পঞ্চাশ ছোঁয়ার বলে টেইলর হাঁকান চারটি চার। মিরপুর টেস্ট বাঁচানোর লড়াইয়ে থাকা জিম্বাবুয়েকে আশা দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 
 
৫৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১৫৭/৪। টেইলর ৫১ ও পিটার মুর ৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য সফরকারীদের চাই আরও ২৮৬ রান।

রাজাকে ফেরালেন তাইজুল
 
স্পিনের বিপক্ষে জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সিকান্দার রাজাকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাইজুল ইসলাম। ফিরতি ক্যাচ নিয়ে পঞ্চম দিনের সকালে দলকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। 
 
বাঁহাতি স্পিনারের বলে স্ট্রেইট ড্রাইভ করতে চেয়েছিলেন রাজা। ঠিকমতো খেলতে পারেননি শট, ক্যাচ যায় বোলারের কাছে। নিচু ফিরতি ক্যাচ মুঠোয় নিতে কোনো ভুল করেননি তাইজুল। সিরিজে এটি তার ১৮তম উইকেট।
 
প্রথম ঘণ্টায় কেবল উইলিয়ামসের উইকেট
 
মিরপুর টেস্ট বাঁচাতে লড়ছে জিম্বাবুয়ে। সফরকারীদের প্রতিরোধ ভেঙে প্রথম ঘণ্টার কেবল একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।    
 
পঞ্চম দিনের প্রথম পানি বিরতির সময় জিম্বাবুয়ের স্কোর ১০৮/৩। ব্রেন্ডন টেইলর ২৩ ও সিকান্দার রাজা ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৩৫ রান।

উইলিয়ামসকে ফেরালেন মুস্তাফিজ
 
সিলেট টেস্টের সেরা খেলোয়াড় শন উইলিয়ামসকে বেশিক্ষণ টিকতে দিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে পঞ্চম দিনের সকালে এনে দিলেন প্রথম সাফল্য। মিরপুর টেস্টে এটাই মুস্তাফিজের প্রথম উইকেট। 
 
বাঁহাতি পেসারের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান উইলিয়ামস। সিরিজে এনিয়ে টানা তৃতীয়বার বোল্ড হলেন জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 
 
৯৯ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলরের সঙ্গী সিকান্দার রাজা। জয়ের জন্য আরও ৩৪৪ রান চাই সফরকারীদের।  

স্বস্তিতে শেষের আশায় বাংলাদেশ
 
সিরিজ বাঁচাতে মিরপুর টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে পঞ্চম ও শেষ দিনে নিতে হবে ৮ উইকেট। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে জিম্বাবুয়ের চাই আরও ৩৬৭ রান।
 
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।    
 
জয় তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী মেহেদী হাসান মিরাজ। তবে উইকেট নিতে বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন এই অফ স্পিনার। অন্য দিকে জিম্বাবুয়ের কোচ লালচাঁন রাজপুতের আশা সিরিজ জয় নিশ্চিত করতে ৮ উইকেট নিয়ে শেষ দিন কাটিয়ে দিতে পারবে তার শিষ্যরা।   
 
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪ 
 
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা) (লিটন ৬, ইমরুল ৩, মুমিনুল ১, মিঠুন ৬৭, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ১০১*, আরিফুল ৫, মিরাজ ২৭*; জার্ভিস ১১-২-২৭-২, টিরিপানো ১১-১-৩১-২, উইলিয়ামস ১৬-২-৬৯-১, রাজা ৭-০-৩৯-১, মাভুটা ৯-০-৫২-০)।
 
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৩০ ওভারে ৭৬/২ (মাসাকাদজা ২৫, চারি ৪৩, টেইলর ৪*, উইলিয়ামস ২*; মুস্তাফিজ ৩-১-২-০, তাইজুল ১৩-২-৩৪-১, খালেদ ৪-১-১৫-০, মিরাজ ৭-২-১৬-১, আরিফুল ৩-১-৭-০)