খাওয়াজার বীরত্ব থেকে প্রেরণা নিচ্ছে জিম্বাবুয়ে

পেস-স্পিন মিলিয়ে প্রতিপক্ষের বোলিং দুর্দান্ত। নিজেরা আবার স্পিনে দুর্বল, শেষ দিনে হাতে ৭ উইকেট। এমন প্রতিকূল পরিস্থিতিতেও অস্ট্রেলিয়া কদিন আগে টেস্ট ড্র করেছে উসমান খাওয়াজার বীরোচিত ব্যাটিংয়ে। সেই ম্যাচ থেকেই মিরপুর টেস্ট বাঁচানোর অনুপ্রেরণা নিচ্ছেন জিম্বাবুয়ে কোচ লালচাঁন রাজপুত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:51 PM
Updated : 14 Nov 2018, 02:51 PM

টেস্ট জিততে শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৬৭ রান। উইকেট বাকি ৮টি। প্রায় অসম্ভব সেই লক্ষ্যের পেছনে ছোটা জিম্বাবুয়ের ভাবনাতেও নেই। শেষ দিন উইকেট আঁকড়ে রেখে টেস্ট ড্র করাই হবে লক্ষ্য।

বাংলাদেশের স্পিনের সামনে সেই কাজও সহজ হবে না। তবে রাজপুত মনে করিয়ে দিলেন খাওয়াজার কীর্তি। গত মাসে দুবাইয়ে শেষ ইনিংসে ৫২২ মিনিটে ১৪১ রানের অসাধারণ ইনিংস খেলেন খাওয়াজা। শেষ দিনে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাট করে ম্যাচ ড্র করেছিল অস্ট্রেলিয়া। মিরপুরে তেমন কিছুর আশায় জিম্বাবুয়ে।

“ক্রিকেট খেলা অনিশ্চয়তায় ভরা। কেউ জানে না কী হতে পারে। একটি-দুটি বড় জুটি গড়লেই কিছু হয়ে যেতে পারে। কিছুদিন আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচটির কথা যদি মনে থাকে, খাওয়াজা সারাদিন ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছিল। আমরাও আশা করছি কেউ দাঁড়িয়ে যাবে এবং সেশন ধরে ব্যাট করবে।”

“স্রেফ তিন সেশন ব্যাট করার ব্যাপার। একটি সেশন নিরাপদে ব্যাট করতে পারলে, আস্তে আস্তে আমরা বিশ্বাসটা বেশি পাব। আমরা ইতিবাচক থাকব এবং আশা করি ম্যাচ বাঁচাতে পারব। প্রথম ঘণ্টা হবে গুরুত্বপূর্ণ। যদি এই দুই ব্যাটসম্যান প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারে, বাংলাদেশ তখন চাপে পড়বে।”