ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রিশাদ, রবিউল

স্পিনার হান্ট আর স্পিন ক্যাম্প হয়ে গত জুনে সরাসরি ডাক পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলে। সেবার খেলার সুযোগ হয়নি। এবার আরেকটি বড় সুযোগ রিশাদ হোসেনের সামনে। অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে। দুই দিনের ম্যাচটিতে জায়গা পেয়েছেন তরুণ পেসার রবিউল হকও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 01:02 PM
Updated : 14 Nov 2018, 01:28 PM

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মতো এই ম্যাচেও বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন টেস্ট দলে জায়গা হারোনো পেসার রুবেল হোসেন। আগামী রোববার ও সোমবার ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

১৬ বছর বয়সী রিশাদ সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সফর করে এসেছেন শ্রীলঙ্কায়। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার লেগ স্পিনার এখনও ঘরোয়া ক্রিকেটে খেলেননি স্বীকৃত কোনো পর্যায়ে।

১৯ বছর বয়সী রবিউল সদ্য সমাপ্ত জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে ৪ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। গত ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ২৭ উইকেট।

এই দুইজন ছাড়া গত কিছুদিনে ‘এ’ দল, হাই পারফরম্যান্স দলগুলিতে থাকা নিয়মিত ক্রিকেটাররা আছেন এই দলেও। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষিক্ত মোহাম্মদ মিঠুন ও স্কোয়াডে থাকা শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্তও জায়গা পেয়েছেন বিসিবি স্কোয়াডে।

বিসিবি একাদশ: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হাসান, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন, রিশাদ হোসেন।