তৃতীয় দিনে এত ভালো উইকেট দেখে অবাক জিম্বাবুয়ে

মিরপুর টেস্টে প্রথম দুই দিনের উইকেটে বোলারদের জন্য বেশ সহায়তা ছিল। প্রথম সেশনে আর্দ্রতা ছিল, বাড়তি সুইং পেয়েছিলেন পেসাররা। স্পিনারদের কিছু বলে ছিল শার্প টার্ন। তৃতীয় দিনে এই সবই ছিল অনুপস্থিত। জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার মুর জানিয়েছেন, এদিন ব্যাটিং ছিল বিস্ময়করভাবে সহজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 02:04 PM
Updated : 13 Nov 2018, 02:04 PM

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শেষ বেলায় ৩০৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আগের দিন ১ উইকেট হারানো দলটি যোগ করে ২৭৯ রান। ব্রেন্ডন টেইলরের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়ার পথে ৮৩ রানের ইনিংস খেলা মুর দিন শেষে জানান, ব্যাটিং এতটা সহজ হবে ভাবতে পারেননি তারা। 

“আমরা যতটা ভেবেছিলাম এখানে ব্যাটিং করা ছিল তার চেয়ে অনেক সহজ। চতুর্থ ও পঞ্চম দিনে আমরা বাড়তি স্পিন আশা করছি। কিন্তু আজকে ব্যাটিং করা ছিল বিস্ময়করভাবে সহজ।”

১০৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ২১৮ রানের লিড এনে দেওয়া তাইজুল জানান, উইকেট থেকে খুব একটা সাহায্য পাননি তারা।

“গতকাল শার্প টার্ন করছিল, কিন্তু আজ শার্প টার্ন ছিল না। ভাঙ্গায় পড়ে সচরাচর যে শার্প টার্ন হয়, আজ তা হয়নি।”

“তারপরও আমরা প্রত্যাশা অনুযায়ী বড় লিড পেয়েছি। ওরা একটা বড় জুটি গড়েছিল কিন্তু আমরা হতাশ হইনি।... এখনও দুই দিনের খেলা বাকি। আমার মনে হয়, সময় যত গড়াবে ব্যাটিংয়ের জন্য উইকেট তত খারাপ হবে।”