দুবাইয়ে বৃষ্টির দাপট

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল পাকিস্তান-নিউ জিল্যান্ডের ওয়ানডে সিরিজ। তাতে জল ঢেলে দিল বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেছে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 07:41 PM
Updated : 11 Nov 2018, 07:43 PM

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৮ উইকেটে করে ২৭৯ রান। নিউ জিল্যান্ড ইনিংসের ৬.৫ ওভার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। লম্বা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। সে সময় নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৩৫/১।

এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান তিনশ রানের কাছে যায় ফখর জামান, বাবর আজম  ও হারিস সোহেলের তিনটি ফিফটির ওপর ভর করে।

৮ চারে ৬৫ রান করা ফখরের সঙ্গে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়া মোহাম্মদ হাফিজ ফেরেন হিট উইকেট হয়ে। বাবরের সঙ্গে ১০৮ রানের জুটি গড়া হারিস ৬ চার ও দুই ছক্কায় করেন ৬০ রান।

এরপর আর তেমন কোনো জুটি পায়নি পাকিস্তান। দৃঢ় ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ৪৯তম ওভারে বাবরকে ৯২ রানে বোল্ড করে থামান ট্রেন্ট বোল্ট।

নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ৪৫ রানে নেন ৫ উইকেট। তার তিন উইকেট আসে ইনিংসের শেষ ওভার থেকে।

রান তাড়ায় শুরুতেই ভাঙে নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি। শূন্য রানে কলিন মানরোকে বোল্ড করে ফেরান শাহিন শাহ আফ্রিদি। এরপর জর্জ ওয়ার্কার ও হেনরি নিকোলসের ব্যাটে প্রতিরোধ গড়ে নিউ জিল্যান্ড।

রোমাঞ্চকর এক ম্যাচের হাতছানি ছিল; কিন্তু শেষ হাসি হাসল বৃষ্টি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৭৯/৮ (ফখর ৬৫, হাফিজ ১৯, বাবর ৯২, হারিস ৬০, মালিক ১৮, আসিফ ৯, আশরাফ ৫, হাসান ১, সরফরাজ ১*; হেনরি ১/৫৩, বোল্ট ১/৮০, ফার্গুসন ৫/৪৫, ডি গ্র্যান্ডহোম ১/৩৪, সোধি ০/৫১, মানরো ০/১৫)

নিউ জিল্যান্ড: ৬.৫ ওভারে ৩৫/১ (ওয়ার্কার ১৮*, মানরো ০, নিকোলস ১৫*; আফ্রিদি ১/১৮, আশরাফ ০/১৭)

ফল: ম্যাচ পরিত্যক্ত

সিরিজ: ১-১ সমতায় শেষ ৩ ম্যাচের সিরিজ

ম্যান অব দা ম্যাচ: লকি ফার্গুসন

ম্যান অব দা সিরিজ: শাহিন শাহ আফ্রিদি