পাকিস্তান টেস্ট দলে নতুন মুখ আফ্রিদি, সাদ আলি

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে উপেক্ষিত বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরা ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দলে তার সঙ্গী আরেক নতুন মুখ সাদ আলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 06:12 PM
Updated : 10 Nov 2018, 06:12 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে ৯৪ ও ৬৬ রানের দুটি ইনিংস খেলা বাঁহাতি ওপেনার ফখর জামানকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম পেয়েছেন লেগ স্পিনার শাদাব খানও।

পেস আক্রমণে আফ্রিদির সঙ্গী হাসান আলি, মোহাম্মদ আব্বাস ও মির হামজা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২ ম্যাচ খেলা আফ্রিদি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে দুটি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেয়েছেন ২৫ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান সাদ। পাকিস্তান ‘এ’ দলের হয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে কদিন আগে আনঅফিসিয়াল টেস্টে খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস।

১৬ নভেম্বর আবু ধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ নভেম্বর। ৩ ডিসেম্বর আবু ধাবিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

টেস্টের পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, আজহার আলি, আসাদ শফিক, হারিস সোহেল, বাবর আজম, সাদ আলি, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইয়াসির শাহ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, মির হামজা, শাহিন শাহ আফ্রিদি।