টেস্ট ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব দেখছেন অধিনায়ক

টানা আট ইনিংসে দুইশ ছুঁতে ব্যর্থ বাংলাদেশ। এর মধ্যে দেড়শ রানে যেতে পেরেছে মাত্র দুইবার। একবার গুটিয়ে গেছে পঞ্চাশের নিচে। মাহমুদউল্লাহ মনে করেন, শৃঙ্খলার অভাবে ব্যাটিংয়ে এই হতশ্রী দশা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 11:12 AM
Updated : 10 Nov 2018, 11:12 AM

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সবশেষ কোনো ইনিংসে দুইশ ছাড়াতে পেরেছিল বাংলাদেশ। পরের চার টেস্টের আট ইনিংসে তারা অলআউট হয় ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮, ১৪৩ ও ১৬৯ রানে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, ব্যাটিংয়ে শৃঙ্খলা না ফিরলে বড় ইনিংসের আশা তিনি দেখেন না।    

“আমার মনে হয়, শৃঙ্খলার অভাবে বড় ইনিংস আসছে না। টেস্ট ক্রিকেটে ভালো করতে মনোযোগও সেই পর্যায়ে থাকতে হবে। তা না হলে পারফরম করার সুযোগ অনেক কমে যায়।”

“মন্থর স্পিনিং উইকেটে কাজটা আরও কঠিন। বল একটু দেরিতে আসে, আপনাকে অবশ্যই সেভাবেই ব্যাটিং করতে হবে। টেস্টে ধৈর্য আর শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”