বছরের শুরুতে নিউ জিল্যান্ডে যুব বিশ্বকাপে খেলার সময় হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাক পান নাঈম। শেষ পর্যন্ত খেলা হয়নি ১৭ বছর বয়সী চট্টগ্রামের এই স্পিনারের।
তারপর আর ডাক মেলেনি টেস্ট দলে। তবে একদিন দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এই তরুণ। এনসিএলের শেষ দিনের খেলা শেষে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুর রাজ্জাক, মুমিনুল হকের পরামর্শ তার বোলিংকে আরও ধারাল করতে সাহায্য করেছে।
“চট্টগ্রাম দলে পেয়েছি মুমিনুল ভাইকে। তিনিও আমাকে অনেক সাহায্য করেছেন। তাদের পরামর্শ অনেক কাজে লেগেছে। খেলতে খেলতে চার দিনের ম্যাচ এখন আমি বুঝি। কখন কিভাবে বোলিং করতে হয় আমি শিখে গেছি।”
বৃষ্টির বাধায় তিন ইনিংসে বোলিং করতে পারেননি নাঈম। একটিতে করেন মোটে ২ ওভার। নাঈমের বিশ্বাস, সেই খেলাগুলো নষ্ট না হলে লক্ষ্যের কাছে পৌঁছাতে পারতেন এবার।
৬ ম্যাচে ৯ ইনিংসে ২৫.০৩ গড়ে ২৮ উইকেট নেন নাঈম। পাঁচ উইকেট নেন দুইবার, ১০ উইকেট একবার। এবারের আসরের ইনিংসে সেরা বোলিং ৮/১০৬ এই অফ স্পিনারের দখলে। এটা তার ক্যারিয়ার সেরা বোলিংও। আর কেউ ইনিংসে ৮ উইকেট পাননি।
প্রথমবারের মতো ম্যাচে দশ উইকেটের স্বাদ পান নাঈম ঢাকা বিভাগের বিপক্ষে। ১৪৫ রানে নেন ১১ উইকেট। ঢাকা মেট্রোর বিপক্ষে নিয়েছিলেন ৯ উইকেট।
২৩ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহকদের তালিকার দুই নম্বরে আছে ঢাকা মেট্রোর আরাফাত সানি। ৫ ম্যাচে ৯ ইনিংসে ২৪.৬৫ গড়ে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার নেন ২৩ উইকেট।
বরাবরের মতো এবারের লিগেও ছিল স্পিনারদের দাপট। সেরা পাঁচে পেসার মাত্র একজন- রাজশাহীর ফরহাদ রেজা। ৬ ম্যাচে ১২ ইনিংসে ২৬.৫৯ গড়ে ২২ উইকেট নিয়ে এই পেস বোলিং অলরাউন্ডার আছেন তিন নম্বরে। তার ইনিংস সেরা ৪/২৬, ম্যাচ সেরা ৭/৮০।
রাজশাহীর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সানজামুল ইসলামের অধিকারে আসরের সেরা বোলিংয়ের কীর্তি। রংপুরের বিপক্ষে ১৪১ রানে বাঁহাতি এই স্পিনার নেন ১১ উইকেট।
৬ ম্যাচে ১১ ইনিংসে ২৯.৫০ গড়ে ২০ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীদের তালিকায় চার নম্বরে আছেন সানজামুল।
নাঈম-সানজামুল ছাড়া ম্যাচে ১০ উইকেট আছে কেবল সৈয়দ খালেদ আহমেদের। ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নেন সিলেটের এই পেসার। ১৩৯ রানে ১০ উইকেট নেওয়া খালেদের অন্য তিন ম্যাচ মিলিয়ে উইকেট কেবল একটি।
হ্যাটট্রিক করেছেন রাজশাহীর পেসার দেলোয়ার হোসেন, বরিশালের বাঁহাতি স্পিনার মনির ও সিলেটের এনামুল হক জুনিয়র। দুইবার পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৩৪বার ৫ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাকের পাশে বসেছেন এনামুল জুনিয়র।
এনসিএলের সেরা পাঁচ উইকেট শিকারি:
নাম/দল | ইনিংস | উইকেট | ইনিংস সেরা | ম্যাচ সেরা | গড় | ৫/১০ উইকেট |
নাঈম হাসান/চট্টগ্রাম | ৯ | ২৮ | ৮/১০৬ | ১১/১৪৫ | ২৫.০৩ | ২/১ |
আরাফাত সানি/মেট্রো | ৯ | ২৩ | ৭/৫৭ | ৮/৬৫ | ২৪.৬৫ | ১/০ |
ফরহাদ রেজা/রাজশাহী | ১২ | ২২ | ৪/২৬ | ৭/৮০ | ২৬.৫৯ | ০/০ |
সানজামুল ইসলাম/রাজশাহী | ১১ | ২০ | ৭/৬৯ | ১১/১৪১ | ২৯.৫০ | ১/১ |
সোহাগ গাজী/বরিশাল | ৮ | ১৯ | ৫/৪০ | ৭/১০৫ | ২৭.৯৪ | ১/০ |