মজিদের সেঞ্চুরি

রাজিন সালেহর বিদায়ী ম্যাচে দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকলো না সিলেটের প্রথম ইনিংস। তাদের দ্রুত থামিয়ে দিয়ে ওপেনার আব্দুল মজিদের সেঞ্চুরির ওপর ভর করে বড় লিড নেওয়ার আশা জাগিয়েছে ঢাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 02:37 PM
Updated : 6 Nov 2018, 02:37 PM

এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকার স্কোর ৪ উইকেটে ২৩৬ রান। ৬ উইকেটে ২২০ রান নিয়ে খেলা শুরু করে সিলেট গুটিয়ে যায় ২৩৮ রানে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে কোনো রান যোগ করার আগেই স্টাম্পড হয়ে ফিরে যান এনামুল হক জুনিয়র। নাবিল সামাদ ও ইবাদত হোসেনের উইকেট তুলে নেন অনিয়মিত স্পিনার সাইফ হাসান।

ইমরান আলীকে কট বিহাইন্ড করে সিলেটের ইনিংস থামিয়ে দেন শাহাদাত হোসেন। ৫৫ রানে অপরাজিত থাকেন কিপার-ব্যাটসম্যান জাকের আলী।

রনি তালুকদার ও সাইফের দ্রুত বিদায়ে শুরুটা ভালো হয়নি ঢাকার। তৃতীয় উইকেটে রকিবুল হাসানের সঙ্গে ৯৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন মজিদ। পরে শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৫১ রানের আরেকটি ভালো জুটিতে দলকে দাঁড় করান দৃঢ় ভিতের ওপর।

প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি তুলে নেওয়া মজিদ চোট পেয়ে দিনের খেলার শেষ দিকে মাঠ ছাড়েন। এই ওপেনারের ২১৬ বলের ইনিংস গড়া ৮ চার ও ৫ ছক্কায়।

দিনের শেষ সময় অধিনায়ক নাদিফ চৌধুরীকে নিয়ে কাটিয়ে দেন তাইবুর রহমান।  
সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট ১ম ইনিংস: ১০০ ওভারে ২৩৮ (ইমতিয়াজ ১৪, শানাজ ১০, জাকির ১৫, রাজিন ৬৭, কাপালী ২৮, শাহানুর ২৯, জাকের ৫৫*, এনামুল জুনিয়র ১৪, ইমরান ০, নাবিল ২, ইবাদত ১; শাহাদাত ৩/৬৪, নাজমুল ০/২০, মোশাররফ ২/৬২, শুভাগত ২/৩৫, তাইবুর ০/৪৪, সাইফ ২/১৩)


ঢাকা ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৩৬/৪ (রনি ১৯, মজিদ আহত অবসর ১০৪*, সাইফ ৯, রকিবুল ৪০, শুভাগত ৩০, তাইবুর ১৫*, নাদিফ ৭*; ইমরান ১/৩০, নাবিল ০/৩৭, ইবাদত ০/৩৪, এনামুল জুনিয়র ২/৫৩, শাহানুর ১/৭৬)