নাঈমের ৪ উইকেটের পর সাদিকুরের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2018 07:19 PM BdST Updated: 06 Nov 2018 07:19 PM BdST
মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো ঢাকা মেট্রোকে বেশিদূর যেতে দেননি অফ স্পিনার নাঈম হাসান। এরপর অপরাজিত সেঞ্চুরিতে চট্টগ্রামকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সাদিকুর রহমান।
এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিন ৩২৮ রানে গুটিয়ে যায় মেট্রো। জবাবে ৩ উইকেটে ১৯৬ রানে মঙ্গলবারের খেলা শেষ করেছে চট্টগ্রাম।
কক্সবাজারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২৬৫ রান নিয়ে খেলা শুরু করা মেট্রো শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬৩ রানে।
কোনো রান যোগ না করেই ফিরে যান মার্শাল। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জাবিদ হোসেনকে বিদায় করেন হাসান মাহমুদ।
টেল এন্ডারদের নিয়ে দলকে এগিয়ে নেওয়া শরিফউল্লাহর প্রতিরোধ ভেঙে মেট্রোকে থামান নাঈম। তরুণ এই অফ স্পিনার ৪ উইকেট নেন ৯৮ রানে।
শতরানের জুটিতে চট্টগ্রামকে ভালো শুরু এনে দেন সাদিকুর ও পিনাক ঘোষ। ১৩১ বলে ১১ চারে ৭৬ রান করা পিনাককে কট বিহাইন্ড করে শুরুর জুটি ভাঙেন বাঁহাতি পেসার আবু হায়দার।
এরপর ইরফান শুক্কুর ও তাসামুল হককে দ্রুত ফিরিয়ে দেন আরেক বাহাতি পেসার কাজী অনিক। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া সাদিকুর দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন ইয়াসির আলীকে নিয়ে।
দ্বিতীয় দিনে খেলা নিজের শেষ বলে সেঞ্চুরি তুলে নেওয়া সাদিকুর খেলছেন ১০০ রানে। তার ১৮৫ বলের ইনিংসে বাউন্ডারি ৭টি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১০৮.১ ওভারে ৩২৮ (সাদমান ২৭, আজমির ৩৫, শামসুর ২৯, মার্শাল ১১০, আশরাফুল ৯, আাসিফ ১৭, জাবিদ ৩১, শরিফউল্লাহ ৪০, আবু হায়দার ১৭, অনিক ০, আসিফ ১*; ইরফান ১/৪৮, হাসান ২/৭০, নাঈম ৪/৯৮, শাখাওয়াত ৩/১০৫, তাসামুল ০/৫)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৬৪ ওভারে ১৯৬/৩ (সাদিকুর ১০০*, পিনাক ৭৬, শুক্কুর ৮, তাসামুল ১, ইয়াসির ৭*; আবু হায়দার ১/৪৭, অনিক ২/৩৫, আশরাফুল ০/৩৮, শরিফউল্লাহ ০/৩২, আসিফ ০/৪০, আজমির ০/৩)
-
ম্যাথিউস-ধনাঞ্জয়ার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ