নাঈমের ৪ উইকেটের পর সাদিকুরের সেঞ্চুরি

মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো ঢাকা মেট্রোকে বেশিদূর যেতে দেননি অফ স্পিনার নাঈম হাসান। এরপর অপরাজিত সেঞ্চুরিতে চট্টগ্রামকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সাদিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 01:19 PM
Updated : 6 Nov 2018, 01:19 PM

এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিন ৩২৮ রানে গুটিয়ে যায় মেট্রো। জবাবে ৩ উইকেটে ১৯৬ রানে মঙ্গলবারের খেলা শেষ করেছে চট্টগ্রাম।

কক্সবাজারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২৬৫ রান নিয়ে খেলা শুরু করা মেট্রো শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬৩ রানে।

কোনো রান যোগ না করেই ফিরে যান মার্শাল। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জাবিদ হোসেনকে বিদায় করেন হাসান মাহমুদ।

টেল এন্ডারদের নিয়ে দলকে এগিয়ে নেওয়া শরিফউল্লাহর প্রতিরোধ ভেঙে মেট্রোকে থামান নাঈম। তরুণ এই অফ স্পিনার ৪ উইকেট নেন ৯৮ রানে।

শতরানের জুটিতে চট্টগ্রামকে ভালো শুরু এনে দেন সাদিকুর ও পিনাক ঘোষ। ১৩১ বলে ১১ চারে ৭৬ রান করা পিনাককে কট বিহাইন্ড করে শুরুর জুটি ভাঙেন বাঁহাতি পেসার আবু হায়দার।

এরপর ইরফান শুক্কুর ও তাসামুল হককে দ্রুত ফিরিয়ে দেন আরেক বাহাতি পেসার কাজী অনিক। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া সাদিকুর দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন ইয়াসির আলীকে নিয়ে।

দ্বিতীয় দিনে খেলা নিজের শেষ বলে সেঞ্চুরি তুলে নেওয়া সাদিকুর খেলছেন ১০০ রানে। তার ১৮৫ বলের ইনিংসে বাউন্ডারি ৭টি।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১০৮.১ ওভারে ৩২৮ (সাদমান ২৭, আজমির ৩৫, শামসুর ২৯, মার্শাল ১১০, আশরাফুল ৯, আাসিফ ১৭, জাবিদ ৩১, শরিফউল্লাহ ৪০, আবু হায়দার ১৭, অনিক ০, আসিফ ১*; ইরফান ১/৪৮, হাসান ২/৭০, নাঈম ৪/৯৮, শাখাওয়াত ৩/১০৫, তাসামুল ০/৫)

চট্টগ্রাম ১ম ইনিংস: ৬৪ ওভারে ১৯৬/৩ (সাদিকুর ১০০*, পিনাক ৭৬, শুক্কুর ৮, তাসামুল ১, ইয়াসির ৭*; আবু হায়দার ১/৪৭, অনিক ২/৩৫, আশরাফুল ০/৩৮, শরিফউল্লাহ ০/৩২, আসিফ ০/৪০, আজমির ০/৩)