মার্শালের অপরাজিত সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018 06:46 PM BdST Updated: 05 Nov 2018 06:46 PM BdST
জাতীয় লিগটা মোটেও ভালো কাটছিল না ঢাকা মেট্রো অধিনায়ক মার্শাল আইয়ুবের। আগের ছয় ইনিংসের চারটিতে যেতে পারেননি দুই অঙ্কে। শেষটায় ফিরলেন ছন্দে। চট্টগ্রামের বিপক্ষে তুলে নিলেন সেঞ্চুরি।
এনসিএলের দ্বিতীয় স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ
৫ উইকেটে ২৬৫ রান। মার্শাল ১১০ ও জাবিদ হোসেন ৩০ রানে ব্যাট করছেন।
কক্সবাজারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে সোমবার টস জিতে
৫৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন আজমির আহমেদ ও সাদমান ইসলাম। দুই
ওপেনারই ফিরেন থিতু হয়ে।
টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান শামসুর রহমানও একই পথের পথিক। ২৯ রানে তাকে থামান শাখাওয়াত
হোসেন। টিকতে পারেননি আশরাফুল।
এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামা আসিফ আহমেদ ফেরেন ১৭ রান করে। এক প্রান্ত আগলে
রেখে দলকে এগিয়ে নেন মার্শাল। কিপার ব্যাটসম্যান জাবিদের কাছ থেকে মিলে দারুণ সহায়তা।
অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েছেন ৭৭ রানের জুটি। ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি
পাওয়া মার্শাল ২১১ বলে ১০ চার ও দুই ছক্কায় ব্যাট করছেন ১১০ রানে। জাবিদ ১০১ বলে খেলছেন
৩০ রানে।
চট্টগ্রামের দুই স্পিনার নাঈম হাসান ও শাখাওয়াত নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৫/৫ (সাদমান ২৭, আজমির ৩৫, শামসুর ২৯, মার্শাল ১১০*,
আশরাফুল ৯, আাসিফ ১৭, জাবিদ ৩০*; ইরফান ১/৪৬, হাসান ০/৪৩, নাঈম ২/৯৪, শাখাওয়াত ২/৭৬,
তাসামুল ০/৫)
-
সাকিবের ‘বেটার পারফরম্যান্সের’ অপেক্ষায় বাংলাদেশ
-
তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
-
উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
-
রোহিতের ‘দায়িত্বজ্ঞানহীন’ শটে বিরক্ত গাভাস্কার
-
রুটের ডাবল সেঞ্চুরির পর শ্রীলঙ্কার লড়াই
-
উইন্ডিজের কাছে বড় ‘হুমকি’ সাকিব-তামিম
-
তামিম-সাকিবের ব্যাটে রান
-
ভারতকে লড়াইয়ে রাখলেন বোলাররা
সর্বাধিক পঠিত
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- ‘মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না’, মিসবাহর দল নিয়ে আফ্রিদি
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- তামিম-সাকিবের ব্যাটে রান
- কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল
- হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের