মার্শালের অপরাজিত সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018 06:46 PM BdST Updated: 05 Nov 2018 06:46 PM BdST
জাতীয় লিগটা মোটেও ভালো কাটছিল না ঢাকা মেট্রো অধিনায়ক মার্শাল আইয়ুবের। আগের ছয় ইনিংসের চারটিতে যেতে পারেননি দুই অঙ্কে। শেষটায় ফিরলেন ছন্দে। চট্টগ্রামের বিপক্ষে তুলে নিলেন সেঞ্চুরি।
এনসিএলের দ্বিতীয় স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ
৫ উইকেটে ২৬৫ রান। মার্শাল ১১০ ও জাবিদ হোসেন ৩০ রানে ব্যাট করছেন।
কক্সবাজারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে সোমবার টস জিতে
৫৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন আজমির আহমেদ ও সাদমান ইসলাম। দুই
ওপেনারই ফিরেন থিতু হয়ে।
টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান শামসুর রহমানও একই পথের পথিক। ২৯ রানে তাকে থামান শাখাওয়াত
হোসেন। টিকতে পারেননি আশরাফুল।
এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামা আসিফ আহমেদ ফেরেন ১৭ রান করে। এক প্রান্ত আগলে
রেখে দলকে এগিয়ে নেন মার্শাল। কিপার ব্যাটসম্যান জাবিদের কাছ থেকে মিলে দারুণ সহায়তা।
অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েছেন ৭৭ রানের জুটি। ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি
পাওয়া মার্শাল ২১১ বলে ১০ চার ও দুই ছক্কায় ব্যাট করছেন ১১০ রানে। জাবিদ ১০১ বলে খেলছেন
৩০ রানে।
চট্টগ্রামের দুই স্পিনার নাঈম হাসান ও শাখাওয়াত নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৫/৫ (সাদমান ২৭, আজমির ৩৫, শামসুর ২৯, মার্শাল ১১০*,
আশরাফুল ৯, আাসিফ ১৭, জাবিদ ৩০*; ইরফান ১/৪৬, হাসান ০/৪৩, নাঈম ২/৯৪, শাখাওয়াত ২/৭৬,
তাসামুল ০/৫)
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার