তাইজুল যেখানে সবার ওপরে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018 04:15 PM BdST Updated: 05 Nov 2018 04:15 PM BdST
প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। কাজ তবু বাকি ছিল অনেক। ব্যাটিং ব্যর্থতার পর আবারও বোলারদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। এবারও হতাশ করেননি তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা ম্যাচ ফিগারের পথে একটি জায়গায় উঠে গেলেন সবার ওপরে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট তারই।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্টে তাইজুলের অভিষেক। সেই টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর থেকে দেশের বাইরে ততটা উজ্জ্বল না হলেও দেশের মাটিতে তিনি অপরিহার্য। এই ম্যাচ নিয়ে ২০ টেস্টে তার উইকেট এখন ৮০টি।
এই ম্যাচের ১১ উইকেটের পথে তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। ম্যাচটিতে সাকিবও খেললে হয়তো দুজনের মধুর লড়াই জমজমাট হতো আরও। তবে চোটের কারণে নেই সাকিব, তাকে পেরিয়ে গেলেন তাইজুল। এই সময়ে ১৯ টেস্ট খেলে সাকিবের উইকেট ৭৪টি।
এই সময়ে ১৫ টেস্ট খেলে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৬১ উইকেট। ১০ টেস্ট খেলে মুস্তাফিজুর রহমানের উইকেট ২৬টি।
এই এগিয়ে যাওয়া আর পেছনে ফেলার লড়াই হয়তো চলবেই দুজনের। তবে তাইজুল বেশি তৃপ্তি পাবেন আরেকটি জায়গায়। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পেলেন ম্যাচে ১০ উইকেটের স্বাদ। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১৪ সালে ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। তবে সেবার প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন কেবল একটি।

তার চেয়ে ভালো বোলিং ফিগার দুই স্পিনারের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০ রানে ১২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে মিরাজ ১২ উইকেট নিয়েছিলেন ১৫৯ রানে।
বাংলাদেশের হয়ে এক টেস্টে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন আর কেবল একজনই। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি সেই কীর্তি গড়েছেন দুইবার। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। পাশাপাশি সেই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। এরপর গত বছর অস্ট্রেলিয়াকে হারানো টেস্টে সাকিব ১০ উইকেট নিয়েছিলেন ১৫৩ রানে।
তৃতীয় সেরা বোলিং ফিগারের ম্যাচ দিয়ে তাইজুল হয়ে গেছেন টেস্টে বাংলাদেশের তৃতীয় সফলতম বোলার। পেরিয়ে গেছেন ৭৮ উইকেট নেওয়া মাশরাফি বিন মুর্তজাকে। তাইজুলের ওপরে আছেন ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা মোহাম্মদ রফিক। আর বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দুইশ উইকেট নেওয়ার খুব কাছে থাকা সাকিব। ৫৩ টেস্টে এই অলরাউন্ডারের উইকেট ১৯৬টি।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন