উইন্ডিজকে উড়িয়ে সিরিজ ভারতের

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ভারত। রবীন্দ্র জাদেজার স্পিন আর জাসপ্রিত বুমরাহ-খলিল আহমেদের পেসের সামনে দাঁড়াতেই পারেনি অতিথি ব্যাটসম্যানরা। ছোট লক্ষ্য পেয়ে বাকিটা অনায়াসে সেরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2018, 01:44 PM
Updated : 1 Nov 2018, 02:01 PM

থিরুভানাথাপুরামে বৃহস্পতিবার এক দলের ইনিংস যখন শেষ হওয়ার কথা তখন শেষ হয়ে গেল ম্যাচই। ১০৫ রানের ছোট লক্ষ্য ২১১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে কোহলির দল। ৯ উইকেটের এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ ঘরে তোল ভারত। কোহলির নেতৃত্বে দেশের মাটিতে টানা পঞ্চম সিরিজ জিতল তারা।

ফ্ল্যাট উইকেটে আগের ম্যাচে ১৫৩ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পঞ্চম ম্যাচে আরও বিবর্ণ। টস জিতে দলটি ৩১ ওভার ৫ বলে গুঁড়িয়ে যায় ১০৪ রানে। নেই বলার মতো কোনো জুটি। টিকে থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা যায়নি কারোর মধ্যে। মাত্র তিন ব্যাটসম্যান রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস ও জেসন হোল্ডার পৌঁছান দুই অঙ্কে।

টপ অর্ডারে কাইরন পাওয়েল ও শেই হোপ খুলতে পারেননি রানের খাতা। থিতু হয়ে ফিরেন রভম্যান পাওয়েল। পাল্টা আক্রমণে ৩ চার ১ ছক্কায় ২৪ রান করা স্যামুয়েলসকে থামান জাদেজা। দুই চারে সর্বোচ্চ ২৫ রান করা হোল্ডারের প্রতিরোধ ভাঙেন খলিল।

বাঁহাতি স্পিনে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাদেজা। বুমরাহ ও খলিল নেন দুটি করে উইকেট।

 গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই শিখর ধাওয়ানকে হারায় ভারত। অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে দলকে বড় জয় এনে দেন রোহিত-কোহলি। ৫৬ বলে ৫ চার ও চার ছক্কায় ৬৩ রান করেন রোহিত। কোহলি ৬ চারে ২৯ বলে করেন ৩৩ রান। প্রথম তিন ম্যাচে সেঞ্চুরি করা ভারত অধিনায়ক জেতেন সিরিজ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৫ ওভারে ১০৪ (কাইরন পাওয়েল ০, রভম্যান পাওয়েল ১৬, হোপ ০, স্যামুয়েলস ২৪, হেটমায়ার ৯, হোল্ডার ২৫, অ্যালেন ৪, পল ৫, বিশু ৮*, রোচ ৫, টমাস ০; ভুবনেশ্বর ১/১১, বুমরাহ ২/১১, খলিল ২/২৯, জাদেজা ৪/৩৪)

ভারত: ১৪.৫ ওভারে ১০৫/১ (রোহিত ৬৩*, ধাওয়ান ৬, কোহলি ৩৩*; রোচ ০/১৩, টমাস ১/৩৩, পল ০/২২, হোল্ডার ০/১৫, বিশু ০/১৬, অ্যালেন ০/৫)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: রবীন্দ্র জাদেজা

ম্যান অব দা সিরিজ: বিরাট কোহলি