‘পূর্ণতার’ অপেক্ষায় মিঠুন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2018 05:11 PM BdST Updated: 31 Oct 2018 05:11 PM BdST
রঙিন পোশাকের একটি আকর্ষণ আছে। তবে সাদা পোশাকের আছে চিরন্তন মহিমা। অনেকের কাছে টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। এখানে যার পারফরম্যান্স রঙিন, তিনিই সত্যিকারের ক্রিকেটার। এই ভাবনার অনুসারী মোহাম্মদ মিঠুন। টেস্ট ক্রিকেটের স্বাদই কেবল পূর্ণতা দিতে পারে তার ক্যারিয়ারে। সেই স্বাদ পাওয়ার অপেক্ষায় আছেন টেস্ট দলে প্রথমবার জায়গা পাওয়া ব্যাটসম্যান।
পূর্ণতার প্রাথমিক শর্ত পূরণ করেছেন মিঠুন। জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে। এবার টেস্ট ক্যাপ মাথায় তোলার পালা। সিলেটে সেটি পেয়ে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল।
যদিও টেস্ট স্কোয়াডে ডাক পাওয়াটা তার নিজের কাছেই ছিল বড় চমক। টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আগেই। সবশেষ দুই সিরিজের যা পারফরম্যান্স, তাতে ওয়ানডে দলে জায়গাটা পাকা হতে চলেছে। সহসাই টেস্টে সুযোগ পাওয়ার ছবি আঁকা ছিল না তার মনে। চমক হয়ে আসা সুযোগটাই কাজে লাগাতে চান মিঠুন আরও বেশি তৃপ্তির খোঁজে।
“(অনেকের মতো) আমারও স্বপ্ন ছিল টেস্ট খেলব। যদিও এখনই টেস্ট দলে ডাক পাব, এটা ভাবিনি। হঠাৎ করেই এসেছে। পত্রিকায় যখন এল, তখনও জানতাম না। পত্রিকা খুব একটা দেখা হয় না। একজন সাংবাদিকই আমাকে ফোন করে খবরটা দেন।”
“অবশ্যই খুব ভালো লেগেছে টেস্ট দলে জায়গা পেয়ে। আমার সবসময় মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে যখন টেস্ট খেলব, তখনই আমার পরিপূর্ণতা আসে। আর টেস্ট ক্রিকেটে যখন ভালো করব, তখন মনে করব ক্রিকেট খেলাটার জন্য আমি ফিট। অবশ্যই চেষ্টা করব সুযোগ পেলে কাজে লাগানোর।”
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১২ বছর ধরে খেলছেন মিঠুন। ৮৮ ম্যাচ খেলার পর প্রথম ডাক পেলেন টেস্ট দলে, বাংলাদেশের বাস্তবতায় যা বেশ বিরল। ১২ সেঞ্চুরিতে রান করেছেন ৪ হাজার ৭৭০। পোক্ত হয়ে টেস্টে আসায় তার নিজের জন্য ভালোই হয়েছে বলে মনে করেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।
“টেস্টে অভিজ্ঞতা অনেক বড় একটি ব্যাপার। টেস্ট খেলতে হলে অনেক অভিজ্ঞতা দরকার হয়। আমি অনেক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। অবশ্যই এটা কাজে দেবে। অন্যান্য দেশে দেখি অনেক অভিজ্ঞ হওয়ার পর টেস্টে আসে। আমারও সেই সুযোগ আসছে। আমি চেষ্টা করব এর যতটা ব্যবহার করা যায়।”
ওয়ানডেতে মিঠুনের ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট ইতিবাচকতা। বোলারকে চেপে বসতে দেন না। ফিরিয়ে দেন আক্রমণ। তবে টেস্টে দাবি থাকে ধৈর্য, লম্বা সময় উইকেটে কাটানোর। সেই বাস্তবতা জানেন মিঠুন। নিজের সহজাত প্রবৃত্তির সঙ্গে আপোস না করেই মানিয়ে নিতে চান টেস্ট ব্যাটিংয়ের সঙ্গে।
“টেস্ট ফরম্যাটই সময় নিয়ে খেলার। ব্যাটসম্যান হিসেবে আমারও পরিকল্পনা থাকবে সময় নেওয়ার। কিন্তু দিনশেষে রানটাও গুরুত্বপূর্ণ। যেটা আমি মনে করি। একজন ব্যাটসম্যান যত সময়ই উইকেটে কাটাক, রান না হলে সে সেট না। আমি যেটা করার চেষ্টা করব।”
“অবশ্যই উইকেটে সময় নেব। তবে বাজে বলকে উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি। তাহলে চাপ কমে যায়। কঠিন পরিস্থিতি এলে তো লড়াই করে টিকে থাকতেই হবে। কিন্তু যদি স্কোর করার সুযোগ থাকে, অবশ্যই আমি চেষ্টা করব রান করতে।”
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক