রংপুরে ব্যাটে-বলের দারুণ লড়াই
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2018 08:03 PM BdST Updated: 29 Oct 2018 08:03 PM BdST
রংপুরে জমে উঠেছে ব্যাটে-বলের লড়াই। রাকিন আহমেদের পর ফিফটি করেছেন নাঈম আহমেদ। তবে নিয়মিত উইকেট তুলে নিয়ে রংপুরকে দ্রুত রান তুলতে দেয়নি রাজশাহী।
এনসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে রংপুর। নাঈম ৬৩ ও ধীমান ঘোষ ১৩ রানে ব্যাট করছেন।
ক্রিকেট গার্ডেনে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অভিষিক্ত ওপেনার ফারদিন হাসানকে হারায় রংপুর। মাহমুদুল হাসানের সঙ্গে ৭৬ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার রাকিন। তার ও নাঈমের দৃঢ়তায় ২ উইকেটে ১৫৬ রান নিয়ে চা-বিরতিতে যায় রংপুর।
৯ চারে ৭৯ রান করা রাকিনকে বোল্ড করে তৃতীয় সেশনের শুরুতে ফেরান সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার টিকতে দেননি দুই অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ ও তানবীর হায়দারকে।
১৯৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তানবীরের বিদায়ের পর ধীমান ঘোষকে নিয়ে প্রতিরোধ গড়েছেন নাঈম। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ বেলায় যোগ করেছেন ৩২ রান।
বাঁহাতি স্পিনে সানজামুল ইসলাম ৩ উইকেট নেন ৪১ রানে। একটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম।
বরিশালে স্বাগতিক ও খুলনার মধ্যে প্রথম স্তরের অন্য ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৩০/৫ (ফারদিন ১৩, রাকিন ৭৯, মাহমুদুল ৩৬, নাঈম ৬৩*, শুভ ১০, তানবীর ৬, ধীমান ১৩*; দেলোয়ার ১/৩৭, রেজা ০/৬৭, মুক্তার ০/৩১, শফিকুল ১/৪৬, সানজামুল ৩/৪১)
-
নাসুমকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ