এনগারাভার চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এমপোফু

এই সিরিজ দিয়েই টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন প্রথমবার। কিন্তু সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গেলেন রিচার্ড এনগারাভা। তরুণ বাঁহাতি পেসারের জায়গায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জিম্বাবুয়ে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার ক্রিস এমপোফু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 01:21 PM
Updated : 29 Oct 2018, 01:21 PM

কুঁচকির এই চোট এনগারাভা পেয়েছেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। ওই একটি ম্যাচই খেলেছিলেন ওয়ানডে সিরিজে। ৫ ওভারে দিয়েছিলেন ৪৪ রান। টেস্ট অভিষেকের সুযোগ হতো কিনা, সেটি দেখতে দিল না চোট।

এনগারাভার দুর্ভাগ্যই সৌভাগ্য হয়ে এসেছে এমপোফুর জন্য। ৩২ বছর বয়সী পেসার সুযোগ পাচ্ছেন টেস্ট ক্যারিয়ারে নতুন দম দেওয়ার। ২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশেই হয়েছিল তার টেস্ট অভিষেক। তবে প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে খেলতে পেরেছেন কেবল ১৫ টেস্ট। উইকেট মোটে ২৯টি।

সেই তুলনায় বেশি খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। তবে চোট ও ফর্মহীনতা মিলিয়ে অনেক দিন ধরে অনিয়মিত তিনি সীমিত ওভারের ক্রিকেটেও। তবে বাংলাদেশে আগে খেলার অভিজ্ঞতা তাকে বেছে নেওয়ায় বড় ভূমিকা রেখেছে, জানিয়েছেন জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ওয়াল্টার চাওয়াগুটা।