উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই ধোনি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2018 05:50 PM BdST Updated: 27 Oct 2018 05:50 PM BdST
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজের ভারত দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। জাতীয় দলে পুরোপুরি স্থায়ী হওয়ার পর এই প্রথম বাদ পড়লেন অভিজ্ঞ কিপার ব্যাটসম্যান।
ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানান, এটা ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ নয়। নির্বাচকরা উইকেটের পেছনে নির্ভরযোগ্য বিকল্প খুঁজছেন। এই দুই সিরিজের জন্য দলে আছেন দুই কিপার রিশাভ পান্ত ও দিনেশ কার্তিক।
২০০৬ সালে অভিষেকের পর থেকে ভারতের ১০৪ টি-টোয়েন্টির ৯৩টিতে খেলেন ধোনি। এই সময়ে উইকেটের সামনে-পিছনে ছিলেন বেশ সফল।
চোটের জন্য দলে নেই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন দীপক চাহার, সিদ্ধার্থ কাউল ও সুরেশ রায়না।
দলে এসেছেন শ্রেয়াস আয়ার, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ। কেবল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ডাক পেয়েছেন শাহবাজ নাদিম।
অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় আগামী ৪ নভেম্বর তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলবে ভারত। ২১ নভেম্বর মেলবোর্নে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক, অস্ট্রেলিয়া), দিনেশ কার্তিক, মনিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেলে, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাজ নাদিম (কেবল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ)।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর