সৌম্য সরকারের স্ট্রোক খেলার সামর্থ্যে অগাধ আস্থা ইমরুল কায়েসের। বাঁহাতি এই ওপেনার মনে করছেন, একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে সৌম্যর।
Published : 27 Oct 2018, 12:37 AM
জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে জেতা তৃতীয় ওয়ানডেতে দুই বাঁহাতি ব্যাটসম্যান উপহার দেন ২২০ রানের জুটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরিতে দলে ফেরা রাঙানো সৌম্যকে প্রশংসায় ভাসায় সিরিজ সেরা ইমরুল।
“সৌম্য ঘরোয়া পর্যায়ে থেকে ভালো করছে। ও এখন আত্মবিশ্বাসী। ওর মতো খেলোয়াড় যেদিন খেলবে, আমি বিশ্বাস করি সেদিন ‘ওয়ান ম্যান শো’ হয়ে যাবে। একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার সামর্থ্য ওর আছে। আমি মনে করি, ও এই যে ক্যাম ব্যাক করছে, এটা ধরে রাখবে। ভবিষতে বাংলাদেশ দলের জন্য তাহলে লাভ হবে।”
সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান সৌম্য শুরু থেকেই শট খেলে থাকেন। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরুতে শট খেলে চাপটা সরিয়ে নেওয়ার কাজটা করেন ইমরুল। পঞ্চাশ ছোঁয়ার পর স্বরূপে ফিরেন সৌম্য, ঝড় তুলে সতীর্থর আগে পৌঁছান সেঞ্চুরিতে।
ইমরুল জানান, সৌম্যর এই স্ট্রোক খেলার সামর্থ্য তার সঙ্গে ব্যাটিংয়ের কাজটা অনেক সহজ করে দেয়।
“সৌম্যের সঙ্গে যখন ব্যাটি করি, তখন নিজের কাছে খুব ভালো লাগে। কারণ, ওর সঙ্গে ব্যাটিং করলে চাপ থাকে না। ও অনেক স্ট্রোক খেলে। যার জন্য আমি এক পাশ থেকে যদি রান নাও করতে পারি এরপরও দেখা যায় ও আরেক পাশ থেকে সেটা পুষিয়ে দেয়।”
“এটা তামিমের সঙ্গেও হয়। আমার সঙ্গে যখন জুটি হয় তামিম তখন অনেক স্ট্রোক খেলে। এই জন্য (আজকে সৌম্যর সঙ্গেও জুটি) ভালো হয়েছে। রান রেটও ভালো ছিল। সব মিলিয়ে সৌম্যর সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি।”