তামিমকে ছাড়িয়ে ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2018 12:00 AM BdST Updated: 27 Oct 2018 03:24 AM BdST
কিছু দিন আগেও ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের মাঝপথে বদলে গেল ক্যারিয়ারের মোড়। নতুন অধ্যায়ের দ্বিতীয় সিরিজেই ইমরুল কায়েস উঠলেন নতুন উচ্চতায়। ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে। গড়লেন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
Related Stories
১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে জিম্বাবুয়ে সিরিজ শুরু করেছিলেন ইমরুল। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে আউট হয়ে যান ৯০ রানে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ১১৫ রানের ইনিংসের পথে নিজের করে নেন রেকর্ড। ৩ ম্যাচে ইমরুলের রান ৩৪৯।
বাঁহাতি ওপেনার পেরিয়ে গেছেন এই সিরিজে চোটের কারণে বাইরে থাকা তামিম ইকবালকে। যে সিরিজে রেকর্ডটি গড়েছিলেন তামিম, সেটি তার ক্যারিয়ারেও ছিল নতুন অধ্যায়ের মতো। ২০১৫ বিশ্বকাপ ও তার আগের সময়ের ব্যর্থতা ঝেড়ে ফেলেন তিনি বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ৩ ম্যাচে করেছিলেন ৩১২ রান।
বাংলাদেশের রেকর্ড গড়ে অল্পের জন্য ইমরুল গড়তে পারেননি বিশ্বরেকর্ড। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচেই সেঞ্চুরিতে পাকিস্তানের বাবর আজম করেছিলেন ৩৬০ রান। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড সেটিই। ইমরুল ছুঁতে পারলেন না ১১ রানের জন্য।
আপাতত রেকর্ডটির দুইয়ে থাকছেন ইমরুল। তিনে নেমে গেছেন কুইন্টন ডি কক। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ৩ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ওপেনার করেছিলেন ৩৪২ রান। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৩৩০ রান করেছিলেন মার্টিন গাপটিল। ৩১২ রান করে বিশ্বরেকর্ডের পাঁচে তামিম।
দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্ট মিলিয়ে এক আসরে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড মাহমুদউল্লাহর। ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে করেছিলেন ৩৬৫ রান।
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে