কিছু দিন আগেও ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের মাঝপথে বদলে গেল ক্যারিয়ারের মোড়। নতুন অধ্যায়ের দ্বিতীয় সিরিজেই ইমরুল কায়েস উঠলেন নতুন উচ্চতায়। ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে। গড়লেন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
Published : 27 Oct 2018, 12:00 AM
১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে জিম্বাবুয়ে সিরিজ শুরু করেছিলেন ইমরুল। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে আউট হয়ে যান ৯০ রানে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ১১৫ রানের ইনিংসের পথে নিজের করে নেন রেকর্ড। ৩ ম্যাচে ইমরুলের রান ৩৪৯।
বাঁহাতি ওপেনার পেরিয়ে গেছেন এই সিরিজে চোটের কারণে বাইরে থাকা তামিম ইকবালকে। যে সিরিজে রেকর্ডটি গড়েছিলেন তামিম, সেটি তার ক্যারিয়ারেও ছিল নতুন অধ্যায়ের মতো। ২০১৫ বিশ্বকাপ ও তার আগের সময়ের ব্যর্থতা ঝেড়ে ফেলেন তিনি বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ৩ ম্যাচে করেছিলেন ৩১২ রান।
বাংলাদেশের রেকর্ড গড়ে অল্পের জন্য ইমরুল গড়তে পারেননি বিশ্বরেকর্ড। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচেই সেঞ্চুরিতে পাকিস্তানের বাবর আজম করেছিলেন ৩৬০ রান। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড সেটিই। ইমরুল ছুঁতে পারলেন না ১১ রানের জন্য।
আপাতত রেকর্ডটির দুইয়ে থাকছেন ইমরুল। তিনে নেমে গেছেন কুইন্টন ডি কক। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ৩ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ওপেনার করেছিলেন ৩৪২ রান। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৩৩০ রান করেছিলেন মার্টিন গাপটিল। ৩১২ রান করে বিশ্বরেকর্ডের পাঁচে তামিম।
দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্ট মিলিয়ে এক আসরে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড মাহমুদউল্লাহর। ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে করেছিলেন ৩৬৫ রান।