ইমরুল-সৌম্যর জুটির রেকর্ড

ইনিংসের প্রথম বলেই আউট লিটন দাস। মাঠের রেকর্ড রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা। কিন্তু পরের জুটিতেই চার-ছক্কার স্রোতে ভেসে গেল সব চাপ। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের জুটিতে গড়া হলো নতুন রেকর্ড। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এটিই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2018, 03:24 PM
Updated : 26 Oct 2018, 09:25 PM

তৃতীয় ওয়ানডেতে শুক্রবার জিম্বাবুয়ের ২৮৬ রান তাড়ায় দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েছেন ইমরুল ও সৌম্য। দুজন ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল জুটির রেকর্ড। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৭ রানের জুটি গড়েছিলেন সাকিব ও তামিম।

মাত্র চার রানের জন্য ইমরুল ও সৌম্য ছুঁতে পারেননি ওয়ানডেতে যে কোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। ৯২ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সৌম্যর বিদায়ে ভেঙেছে এই জুটি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ২২৪ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মাহমুদউল্লাহ।

ওয়ানডেতে বাংলাদেশের দুইশ ছোঁয়া জুটি এই তিনটিই। যে কোনো উইকেটে চতুর্থ সেরা জুটি ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১৭৮ রান।