ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েই একাদশে সুযোগ পেয়ে গেলেন এই পেসার।
তৃতীয় ওয়ানডেতে শুক্রবার জিম্বাবুয়ের ২৮৬ রান তাড়ায় দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েছেন ইমরুল ও সৌম্য। দুজন ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল জুটির রেকর্ড। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৭ রানের জুটি গড়েছিলেন সাকিব ও তামিম।
মাত্র চার রানের জন্য ইমরুল ও সৌম্য ছুঁতে পারেননি ওয়ানডেতে যে কোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। ৯২ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সৌম্যর বিদায়ে ভেঙেছে এই জুটি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ২২৪ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মাহমুদউল্লাহ।
ওয়ানডেতে বাংলাদেশের দুইশ ছোঁয়া জুটি এই তিনটিই। যে কোনো উইকেটে চতুর্থ সেরা জুটি ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১৭৮ রান।