‘ইমরুল-লিটন ভুল বুঝতে পেরেছে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018 06:45 PM BdST Updated: 25 Oct 2018 06:45 PM BdST
হাতছানি দিচ্ছিল সেঞ্চুরি। ছিল না কোনো চাপ। প্রতিপক্ষ গিয়েছিল নেতিয়ে। বোলিংয়ে ছিল না ধার। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের ভুলেই সেঞ্চুরি হাতছাড়া করেছেন ইমরুল কায়েস ও লিটন দাস। এটি হতাশ করেছে মাশরাফি বিন মুর্তজাকে। তবে অধিনায়কের বিশ্বাস, ভুলগুলো বুঝতে পেরেছেন দুই ব্যাটসম্যান।
বুধবার জিম্বাবুয়ের ২৪৬ রান তাড়ায় বাংলাদেশকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেয় ইমরুল ও লিটনের জুটি। দুজনের ব্যাটিং দাপটে পাত্তাই পাচ্ছিল না জিম্বাবুয়ের বোলাররা। অনায়াসেই সেঞ্চুরির দিকে ছুটছিলেন দুজন। কিন্তু পারেননি কেউই।
দুজনই উইকেট উপহার দিয়ে এসেছেন সিকান্দার রাজাকে। ৭৭ বলে ৮৩ রান করে লিটন আউট হয়েছেন বলের কাছে না গিয়েই ব্যাট চালিয়ে। ইমরুল গিয়েছিলেন আরও কাছে। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে সাবধানী ব্যাটিংই করছিলেন। কিন্তু ৯০ রানে হুট করেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ নিয়েছেন সীমানায়।
বাংলাদেশের দাপুটে জয়ে আক্ষেপ ছিল দুজনের সেঞ্চুরি না পাওয়াই। যে আক্ষেপের ঢেউ লেগেছে ড্রেসিং রুমেও। অধিনায়ক মাশরাফিও বলছেন, বড় সুযোগ হাতছাড়া করেছেন দুজন।
“এটি নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা হয়েছে। ভালো সবকিছুর ভেতরে খারাপ থাকে, আবার খারাপের ভেতরেও ভাল থাকে। আসলে এ ধরনের সুযোগ তো সব দিন আসে না। তাই সুযোগগুলো অবশ্যই কাজে লাগানো উচিত। ইমরুল ৮০ থেকে ৯০ পর্যন্ত যে ব্যাটিং করল, তার পর হুট করেই ৯০ থেকে শট খেলতে গেল। এই ব্যালান্সগুলো জরুরি।”
“লিটন এবং ইমরুল দুইজনই বুঝতে পেরেছে। ওদেরও খারাপ লেগেছে। তবে দিন শেষে বলতেই হবে, একবার কিছু চলে গেলে সেটি তো আর ফিরে আসে না।”
বাংলাদেশ অধিনায়ককে বেশি হতাশ করেছে দুজনের আউট হওয়ার ধরন।
“খুব ভাল বলে যদি তারা আউট হতো, তাহলে কিছু করার ছিল না। কিন্তু যেভাবে দুজন আউট হয়েছে, ওরা নিজেরাও বুঝতে পেরেছে যে ভুল হয়ে গিয়েছে। আশা করব যে পরবর্তীতে এমন সুযোগ আসলে যেন না ছাড়ে।”
“যদিও আমরা এই আলোচনা সবসময়ই করি। বেশিরভাগ সময়ে আমরা যে ভুলগুলো করছি, এগুলো আমাদের কমাতে হবে। কারণ বড় মঞ্চে এরকম হলে এগুলো অপরাধের পর্যায়ে চলে যাবে।”
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
-
অভিষেকে ওভারটনের রেকর্ড, ওভারটনের আক্ষেপ
-
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রিকেট আঙিনায়
-
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ভ্যান্ডারসে
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
সর্বাধিক পঠিত
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা