আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডোয়াইন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2018, 08:01 AM
Updated : 25 Oct 2018, 08:01 AM

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্রাভো অবসরের এই ঘোষণা দেন।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ব্রাভোর। সে বছরই লর্ডসে টেস্ট দলে জায়গা পান তিনি। সাদা পোশাকে শেষবার তাকে দেখা গেছে ২০১০ সালে। আর শেষ ওয়ানডে খেলেছেন বছর চারেক আগে। ৪০ টেস্টে ৩ সেঞ্চুরিতে ২ হাজার ২০০ রান আর ৮৬ উইকেট রয়েছে এই ডানহাতির। আর ১৬৪ ওয়ানডেতে ২ হাজার ৯৬৮ রানের পাশাপাশি পেয়েছেন ১৯৯টি উইকেট।

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

গত কয়েক বছরে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন ব্রাভো। বিশ্ব জুড়ে নানা লিগে দাপট দেখানোর পাশাপাশি টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচে ১ হাজার ১৪২ রানের সঙ্গে ৫২টি উইকেট আছে তার। এই সংস্করণে দেশের হয়ে দুটি বিশ্বকাপও জিতেছেন উইন্ডিজ অলরাউন্ডার।