উদযাপনটাকে রহস্যই রাখলেন সাইফ উদ্দিন

দুই পা ছড়িয়ে, দুই হাত দুই দিকে উঁচিয়ে। শরীর টানটান। বয়সভিত্তিক পর্যায় থেকে উদযাপনের এই ভঙ্গিতে নিজেকে পরিচিত করে তুলেছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এবার দেখা যাচ্ছে তার ভিন্ন এক উদযাপন। কি রহস্য সেটির? আপাতত সেই রহস্য খোলাসা করতে চান না বাংলাদেশের তরুণ অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 06:36 PM
Updated : 24 Oct 2018, 06:36 PM

সাইফ উদ্দিনের আগের উদযাপন ছিল প্রায় হুবুহু পাকিস্তানের শহিদ আফ্রিদির মতো। যদিও তিনি নিজে বেশ কবার বলেছিলেন, কাউকে অনুকরণ করেন না। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে দেখা যাচ্ছে তার নতুন উদযাপন। মূল সিরিজের দুই ম্যাচেই যেটি দেখা গেছে।

এবারের উদযাপনের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন আরেক পাকিস্তানি হাসান আলির। সত্যিই তাকে অনুকরণ করে, কিংবা সেটিকেই একটু ভিন্ন রূপ দিয়ে এই উদযাপন বানিয়েছেন নাকি আছে অন্য কোনো কারণ, সেটি বলতে চাইলেন না সাইফ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উদযাপনের প্রসঙ্গে হাসি মুখে সাইফ বললেন, “এটা রহস্যই থাক, বলব আরও কিছু দিন পরে।”

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এ দিন ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাইফ। প্রথম ম্যাচে দলের প্রয়োজনের সময় খেলেছিলেন ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।