মুশফিকের ১০ হাজার

বিরাট কোহলির ১০ হাজার আলোড়ন তুলেছে ক্রিকেট বিশ্বে। বিশ্ব রেকর্ড বলে কথা। একই দিনে ১০ হাজার ছুঁলেন মুশফিকুর রহিমও। বিশ্ব রেকর্ড নয়, নয় দেশের রেকর্ডও। কোনো একটি সংস্করণেও নয়। তবে বাংলাদেশের বাস্তবতায় এই মাইলফলকও কম নয়। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে স্বাদ পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১০ হাজার রানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 03:52 PM
Updated : 24 Oct 2018, 04:58 PM

জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। প্রয়োজন ছিল এ দিন ২৫ রান। কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান তিনি অনায়াসেই।

১০ হাজার ছোঁয়া বাংলাদেশের অন্য দুই ব্যাটসম্যানই নেই এবারের সিরিজে। ৩৫০ ইনিংস খেলে সাকিব আল হাসানের রান এখন ১০ হাজার ৫৪২।

তামিম ইকবাল ১০ ছাড়িয়ে পরে পেরিয়ে গেছেন ১১ হাজার রানও। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ৩৫৭ ইনিংস খেলে করেছেন ১১ হাজার ৮৮৪ রান। মুশফিক ১০ হাজার স্পর্শ করলেন ৩৬১ ইনিংসে।

এই তিন জন ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানও নেই বাংলাদেশের আর কারও। ৬ হাজার ৮৬২ রান নিয়ে রেকর্ডের চারে মাহমুদউল্লাহ।