৩২ রানে ১০ উইকেট হারাল বাংলাদেশের যুবারা

শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু এরপর বিস্ময়কর ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশের যুবারা। একের পর এক ব্যাটসম্যান প্রতিযোগিতায় নামলেন আসা-যাওয়ার। সেটির পুরো ফায়দা নিয়ে ম্যাচের লাগাম নিল শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 02:57 PM
Updated : 24 Oct 2018, 02:58 PM

শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় যুব টেস্টের দ্বিতীয় দিনে ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার। সেখান থেকে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০৯ রানেই!

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০২ রান নিয়ে। দুই ইনিংস মিলিয়ে লঙ্কানরা এগিয়ে ২১৯ রানে।

সকালে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২১৯ রান নিয়ে দিন শুরু করেছিল লঙ্কানরা। এ দিন আর ৭ রান যোগ করেই শেষ হয় তাদের ইনিংস।

৩৭ রানে ৫ উইকেট নিয়ে শেষ করেছেন শাহিন আলম, যুব টেস্টে বাংলাদেশের সেরা বোলিং। পেছনে পড়ে গেছে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই নিহাদউজজামানের ৫৫ রানে ৫ উইকেট।

বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুটা করেছিল ঝড়ের গতিতে। দ্বাদশ ওভারেই ৭৭ রান তুলে ফেলেন তানজিদ হাসান ও সাজিদ হোসেন। এরপরই ধসের শুরু। ২২ রান করে আউট হন সাজিদ। তানজিদ করেন ৫০ রান। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর কেবল আটে নামা রাকিবুল হাসান। ৩২ রানের মধ্যেই দল হারায় ১০ উইকেট।

দুই লঙ্কান স্পিনার মিলে ১০ উইকেট নিয়ে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশকে। বাঁহাতি স্পিনার রোহান সঞ্জয়া নিয়েছেন ১৭ রানে ৫ উইকেট, অফ স্পিনার আশিয়ান ড্যানিয়েল ৩৭ রানে ৫টি।

প্রথম ইনিংসের বড় লিড লঙ্কানরা আরও বাড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। বাঁহাতি স্পিনার রাকিবুল দুই উইকেট নিয়েছেন। কিন্তু ৭ উইকেট হাতে রেখেই লঙ্কানদের লিড পেরিয়ে গেছে দুইশ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ২২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ৩৬ ওভারে ১০৯ (তানজিদ ৫০, সাজিদ ২২, মাহমুদুল ০, হৃদয় ১, শামিম ৩, আকবর ১, অমিত ০, রাকিবুল ১৫*, মৃত্যুঞ্জয় ৩, রিশাদ ০, শাহিন ০; ড্যানিয়েল ৫/৩৭, সঞ্জয়া ৫/১৭)।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস: ৪৩.৫ ওভারে ১০২/৩ (পারানাভিথানা ৩৬, পেরেরা ২৩; শাহিন ০/১১, শামিম ০/১২, রাকিবুল ২/৪২, হৃদয় ১/২৪, রিশাদ ০/৫, মৃত্যুঞ্জয় ০/৭)।