শাহিনের ৫ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে শতরানের জুটিতে দ্বিতীয় যুব টেস্টে শ্রীলঙ্কাকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন নবোধ পারানাভিথানা ও কামিলা মিশারা। তবে শাহিন আলমের পেসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অনেক স্কোরের সম্ভাবনা জাগানো স্বাগতিকদের আড়াইশ রানের আগেই থামানোর পথে রয়েছে তৌহিদ হৃদয়ের দল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 03:23 PM
Updated : 23 Oct 2018, 03:49 PM

কাতুনায়েকেতে মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর ২১৯/৯। নভিন ফার্নান্দো ১৯ ও রোহান সঞ্জয়া ৮ রানে ব্যাট করছেন। তাদের ব্যাটে দুইশ ছাড়িয়েছে স্বাগতিকদের সংগ্রহ।

৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন শাহিন। বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে যুব টেস্টে পাঁচ উইকেট নিলেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন নাদিফ চৌধুরী, ডলার মাহমুদ, নুর হোসেন, জুবায়ের হোসেন ও নিহাদ-উজ-জামান।

আগে ৫ উইকেট নেওয়া পাঁচ বোলারের মধ্যে সেরা বোলিং নিহাদের। ২০১৫ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। বাঁহাতি এই স্পিনারকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ শাহিনের সামনে।

এমসিজিতে টস হেরে ব্যাট করতে নেমে শূন্য রানে অধিনায়ক নিপুন পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। ৫.১ ওভারে শুরুর জুটি ভাঙার সময়ও কোনো রান করতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন পারানাভিথানা ও মিশারা। ৫২ রান করা মিশারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে লঙ্কানদের প্রতিরোধ ভাঙেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ৯ চারে ১৫২ বলে ৭৮ রান করা পারানাভিথানাকে ফেরান শাহিন।


শতরানের সেই জুটির পরে আর তেমন কোনো জুটি গড়তে পারেনি লঙ্কানরা।


বাঁহাতি অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ২ উইকেট নেন ৪৫ রানে। রকিবুল ও লেগ স্পিনার রিশাদ হোসেন নেন একটি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ৯০ ওভারে ২১৯/৯ (পারানাভিথানা ৭৮, মিশারা ৫২, নিপুন পেরেরা ০, শানাজ ১১, দিনুশা ৮, জানিশকা পেরেরা ০, মেন্ডিস ১০, ভিজেসিংহে ১৭, ড্যানিয়েল ৩, ফার্নান্দো ১৯*, সঞ্জয়া ৮*; মৃত্যুঞ্জয়া ২/৪৫, শাহিন ৫/৩৭, শামিম ০/১৬, তৌহিদ ০/২৫, রিশাদ ১/৫০, রকিবুল ১/৩৭)